কিশোরগঞ্জের ভৈরবে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে ৮ থেকে ১০টি ঘরবাড়ি।
শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া শাহ আলম ও জালাল মিয়া নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বধুনগর গ্রামের ফর্সার বাপের বাড়ির খালেক মিয়া ও কান্দার বাপের বাড়ির মুর্শিদ মিয়ার লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য করুন