মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের মনোনয়নপত্র সংগ্রহের খবরে যা বলছেন মাগুরার আওয়ামী লীগ নেতারা

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসানের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের খবর গণমাধ্যমে উঠে এলেও তার নিজ জেলা মাগুরায় এর কোনো প্রভাব দেখা যায়নি। প্রার্থী হওয়ার খবর নিয়ে আলোচনা থাকলেও বিষয়টি নিয়ে ভাবছে না স্থানীয় আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীদের ধারণা, বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনে ও মাগুরা-২ আসনে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার দলের জন্য নিবেদিতপ্রাণ।

গতকাল শনিবার তার পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনার পর থেকে রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে। তিনি তার একজন প্রতিনিধির মাধ্যমে মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় মাগুরার আওয়ামী লীগের নেতারা বলছেন, মাগুরায় রাজনীতির মাঠে সাকিব আল হাসানের কোনো তৎপরতা নেই। তাকে স্থানীয় রাজনীতি বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে এর আগে সম্পৃক্ত হতে দেখা যায়নি। তবে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। মাগুরায় সাকিব আল হাসানের বাড়ি শহরের কেশব মোড়ের সাহাপাড়ায়। এটি মাগুরা-১ আসনের মধ্যে। সদর উপজেলার একটি পৌরসভা, ৯টি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এই আসনের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বেশিরভাগই বর্তমান সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত। এই নেতাদের কাছে সাকিব আল হাসানের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করাটা অনাকাঙ্ক্ষিত।

জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান জানান, মাগুরা জেলা আওয়ামী লীগের রাজনীতি এক করার কারিগর মোহাম্মদ সাইফুজ্জামান শিখর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব থাকাকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত রাজনীতির পেছনে নিরবচ্ছিন্ন সময় দিয়েছেন। যে কারণে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে তার বিকল্প কেউ নেই।

এ বিষয়ে রোববার (১৯ নভেম্বর) সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘সে যে মনোনয়ন ফরম কিনছে, এটা আমি, আমার সভাপতি বা দলের কেউ জানে বলে মনে হয় না। আমি ৩৪ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এই সময়ে আমি কখনো সাকিব বা তার পরিবারের কাউকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে দেখিনি। তাদের এই দলের প্রতি কোনো কন্ট্রিবিউশন (অবদান) আছে বলেও মনে হয় না।’

একই ধরনের বক্তব্য শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনূর রশীদ মুহিতের। তিনি বলেন, ‘আমার মনে হয় তার (সাকিব আল হাসান) আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদও নেই। তাকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নেবেন।’

অন্যদিকে সদর উপজেলার ৪টি ইউনিয়ন, শালিখা ও মহম্মদপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-২ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। এ আসনে সাকিবের মনোনয়ন কেনাকে অপ্রত্যাশিত বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে বলেন, ‘মনোনয়নের বিষয়টি নেত্রীর হাতে। নেত্রী যাকে প্রার্থী হিসেবে দেবেন তাকে নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। অন্য জায়গার কথা তো বলতে পারব না, এই শালিখা উপজেলায় রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে বা কারও সঙ্গে তার (সাকিব আল হাসান) কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, ‘দলীয় মনোনয়ন যে কেউ কিনতেই পারেন। তবে দলের জন্য যারা দীর্ঘদিন ধরে নিবেদিতভাবে কাজ করেছেন, ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে যাদের অবস্থান, এমন মানুষকেই মনোনয়ন দেওয়া উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১০

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১২

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৩

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৪

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৫

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৬

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৭

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৮

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৯

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

২০
X