‘একতরফা’ তপশিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়েছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন সাইফুল ইসলাম ফিরোজ।
মিছিলে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপন, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক খোকা, যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, স্বেচ্ছাসেবক দলের সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলামসহ নেতাকর্মীরা।
আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করছে বিএনপি ও যুগপতের শরিকরা, যা আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায় শেষ হবে।
মন্তব্য করুন