চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাট এলাকা থেকে একটি পিকআপ তল্লাশি করে ৩টি বস্তা থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় চারজনকে আটকসহ মাদক কারবারে ব্যবহৃত ৩টি মুঠোফোন ও একটি পিকআপ জব্দ করা হয়।
আটকরা হলো- নওগাঁ জেলার সাগর আলী (২৬), মোহাম্মদ সাগর (২০), চাঁপাইনবাবগঞ্জের আনোয়ারুল হক (৩০) ও সাতক্ষীরার রসুল মোড়ল (১৯)।
বুধবার (২২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন