রাঙামাটির সাজেকে উদয়পুর নামক স্থানে বালুবাহি পিকাপ খাদে পড়ে চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. মনু মিয়া(৩৫)। তার বাড়ি কক্সবাজার।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত সড়ক নির্মাণের কাজে একটি বালুবাহী পিকআপ উদয়পুর নামক স্থানে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক মনু মিয়া নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি মোহাম্মদ নূরুল হক জানান, আমরা একটি পিকআপ খাদে পড়ে চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল দূর্গম এলাকায়। পুলিশ ঘটনা পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
মন্তব্য করুন