মতিউর রহমান সুমন, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরের জলাবদ্ধ ভূমিতে ডালি পদ্ধতিতে সবজি চাষ

নাটোরের বড়াইগ্রামে ডালি পদ্ধতিতে চাষ করা সবজির পরিচর্যা করছেন এক কৃষক। ছবি : কালবেলা
নাটোরের বড়াইগ্রামে ডালি পদ্ধতিতে চাষ করা সবজির পরিচর্যা করছেন এক কৃষক। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রামে জলাবদ্ধ অনাবাদি জমিতে নতুন উদ্ভাবিত ডালি পদ্ধতিতে সবজি চাষে দারুণ সফলতা পেয়েছেন চাষিরা। এ পদ্ধতিতে জলাবদ্ধ জমির ওপর বাঁশের মাঁচায় ঝুলছে লাউ, করলা, শিম, কুমড়া, শসা ও ঝিঙাসহ নানা জাতের সবজি। একইসঙ্গে নিচে জমে থাকা পানিতে চলছে মাছ চাষ। কৃষি বিভাগের সহায়তায় জলাবদ্ধ পতিত জমিতে সমন্বিত কৃষির আওতায় ডালি পদ্ধতিতে ফসল উৎপাদন করে সাড়া জাগিয়েছে এ এলাকার কৃষকরা। সার ও কীটনাশক প্রয়োগ ছাড়া অর্গানিক সবজি উৎপাদন ও মাছ চাষে ভালো লাভ পাওয়ায় নতুন উদ্ভাবিত এ পদ্ধতিতে ঝুঁকছেন চাষিরা। এমনকি এখানকার কৃষকদের নিয়ে গিয়ে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক জলাবদ্ধ জমিতেও শুরু হয়েছে ডালি পদ্ধতির ফসল চাষ।

জানা যায়, চিনাডাঙ্গা বিলের বাটরা অংশের বেশিরভাগ জমি প্রায় সারা বছর জলাবদ্ধ এ বিলে কোনো ফসল উৎপাদন হতো না। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ২০২১ সালে এ এলাকার চাষিদের ডালি পদ্ধতিতে ফসল চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর বাটরা গ্রামের আব্দুল মজিদ প্রথম ৯ শতাংশ জমিতে এ পদ্ধতিতে সব্জি চাষ করে দারুণ সফলতা পান। বর্তমানে তিনি ৬০ শতাংশ জমিতে ডালি পদ্ধতিতে লাউ, শিম, করলা ও শসা চাষ করেছেন। একইসঙ্গে বাঁশের তৈরি বানা দিয়ে জমিটুকু ঘিরে তাতে মাছ চাষ করছেন।

সরেজমিনে দেখা যায়, পানির ওপর বাঁশের খুঁটির ওপরে নাইলন সুতা দিয়ে মাচা তৈরি করে নিচে ছোট বাঁশের খুঁটির ওপর নেট দিয়ে তৈরি ডালি বসানো হয়েছে। এসব ডালিতে টোপাপানা দিয়ে তৈরি কম্পোস্ট সার ও অল্প পরিমাণে মাটি দিয়ে তাতে বীজ রোপণ করা হয়েছে। সেখান থেকে জন্মানো গাছগুলো নাইলনের মাচার উপরে উঠে গেছে। সেসব গাছে থরে থরে ঝুলছে লাউ, কুমড়া, ঝিঙ্গেসহ নানান সবজি। নতুন এ পদ্ধতিতে চাষ দেখতে প্রতিনিয়ত আসছেন এলাকার কৃষকরা।

বাটরা গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, কৃষি বিভাগের সহযোগিতায় আমরা ডালি পদ্ধতিতে চাষাবাদ শিখেছি। এ পদ্ধতিতে রাসায়সিক সার ও কীটনাশক লাগে না, ফলনও আশানুরূপ। একবার তৈরি করা মাচায় দুই বছর পর্যন্ত চাষ করা যায়। প্রথমবার খরচ হলেও পরবর্তী ২ থেকে ৩ বছর উৎপাদন খরচ লাগে না। আমার দেখাদেখি আশেপাশের অনেকেই ডালি পদ্ধতিতে নিজেদের জলাবদ্ধ জমিতে চাষ করছেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমাদের সফলতা দেখে কৃষি বিভাগের পক্ষ থেকে আমাকেসহ ৮ থেকে ১০ জন কৃষককে টুঙ্গিপাড়ার বালাডাঙ্গা গ্রামে নিয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক জমিতে এ পদ্ধতিতে সবজি চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, পতিত ও জলাবদ্ধ এসব জমিতে প্রথমে ডালি পদ্ধতিতে চাষাবাদ শুরু করে কৃষকরা ব্যাপক সাফল্য পান। এ পদ্ধতিতে উৎপাদিত সবজি বেশ সুস্বাদু। বর্তমানে বাটরা গ্রামের ২০ জন কৃষক এ পদ্ধতিতে চাষ করছেন। অন্যান্য এলাকার কৃষকরাও বর্তমানে জলাবদ্ধ জমিতে এ চাষাবাদে ঝুঁকছেন। সাবেক সিনিয়র সচিব ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার উন্নয়ন প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার বলেন, বড়াইগ্রামের চিনাডাঙ্গা বিলে প্রথম এ পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়। সেটা সফল হওয়ার পরে আমরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু করেছি। বর্তমানে গোপালগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়েছে। বর্ষাকালে আমাদের দেশের অধিকাংশ জমি তলিয়ে যায়। এই পদ্ধতিতে বর্ষাকালে ওই সব জমিতে সবজি চাষ করা যেতে পারে।

ডালি পদ্ধতির উদ্ভাবক এবং প্রকল্প পরিচালক বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, ডালি পদ্ধতিতে সবজি চাষ করলে রাসায়নিক সার ও কীটনাশক লাগে না। কচুরিপানা পচা মাটিতে সবজি লাগানোর ফলে অর্গানিক সার পাওয়া যায়। আর এটা ব্যবহার করে প্রচুর পরিমাণ স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৪ ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক

কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, মহাবিপদে ভারত

পুলিশ ক্যাম্পে হামলাকারীদের ধরতে অ্যাকশনে যৌথবাহিনী

ডাকসুর নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং, যা বলছেন আলেমরা

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে বিদেশে পাড়ি, দুদিন পর মৃত্যু

ছাত্রদল নেতাকে চ্যাংদোলা করে থানায় নিয়ে হেনস্তা

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ

রুমিন ফারহানা ইস্যুতে যে আহ্বান জানালেন হাসনাত

১০

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

১১

যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে আর রক্ষা নেই, নতুন বিধান

১২

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি

১৩

৩ মাসের জন্য ফজলুর রহমানের সব পদ স্থগিত করল বিএনপি

১৪

শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে ফারিণ

১৫

বন্ধুর জানাজায় অংশ নিয়ে ভাইরাল সেই সুধীর বাবুর পরলোকগমন

১৬

শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান

১৭

শ্বশুরের বিচারপতি হওয়া নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন সারজিস

১৮

কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আইইবির

১৯

রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, পেছাবে ভোটের তারিখ

২০
X