সিলেটের জৈন্তাপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুস শুক্কুর (৬০) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, আব্দুস শুক্কুর দলইপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন প্রবাসে থাকা আব্দুস শুক্কুস বর্তমানে সিলেট নগরীর শাহ পরাণ এলাকার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া শাহপরান মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন। তার সঙ্গে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের বোনের স্বামী হাজীর আলি (৫৫), ভাগিনা নজরুল ইসলাম (৩৫) ও বদরুল ইসলামের (৩০) জমিসংক্রান্ত বিরোধ চলছিল।
এ বিরোধ নিয়ে আদালতে মামলাও চলমান। একাধিকবার ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তি করতে চাইলেও হাজীর আলির পরিবারের অনীহার কারণে তা নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
পুলিশ আরও জানায়, শুক্রবার সকালে আব্দুস শুক্কুর তার নিজের জমিতে আনারসের চারা রোপণকালে প্রতিবেশী হাজীর আলি এসে বাধা দিলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাজীর আলি ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে শুক্কুরের ওপর হামলা করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (কানাইঘাট সার্কেল) অলক শর্মা ও জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মন্তব্য করুন