শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
রেজাউল করিম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ লাইনেই চলছে ট্রেন

গোয়ালন্দে লাইনচ্যুত ট্রেন। ছবি : কালবেলা
গোয়ালন্দে লাইনচ্যুত ট্রেন। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট দেশের মধ্যে একটি পরিচিত জায়গা। ব্রিটিশ আমলে স্থাপিত গোয়ালন্দ বাজার টু গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রেললাইন ও স্টেশন এখন অনেকটাই মৃত। নেই আগের মতো ট্রেনের জৌলুস। যাত্রী ওঠানামার জন্য ট্রেন থামলেও বন্ধ হয়ে গেছে গোয়ালন্দ বাজার স্টেশনের কার্যক্রম। এই ৫ কিলোমিটার রেলপথ হয়ে পড়েছে নড়বড়ে। লাইনে নেই পাথর বা খোয়া, কাঠের স্লিপারগুলোর অবস্থাও তেমন ভালো নেই। দেখলে মনে হয় এটি সচল নয়, দীর্ঘদিনের পরিত্যক্ত কোনো রেললাইন। শুধু মাটির ওপর নড়বড়ে নষ্ট কাঠের স্লিপারের ওপর বসানো রয়েছে রেল। এর ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে সকাল-বিকেল দুটি ট্রেন হেলেদুলে তিনবার চলাচল করছে। ট্রেন যাওয়ার সময় রেল ও স্লিপারগুলো উঁচু-নিচু হয়।

এদিকে গত দুমাসে খুলনাগামী নকশিকাথা মেইল ট্রেন দৌলতদিয়ার ফকিরপাড়া ও গোয়ালন্দ পৌরসভার শ্মশানঘাট এলাকায় দুবার লাইনচ্যুত হয়েছে। তবে ঘটেনি কোনো হতাহতের ঘটনা। বর্তমানে মাঝেমধ্যে রেল লাইনের স্লিপার পরিবর্তন করা হলেও সেগুলো অন্য স্থানের পরিবর্তন করা অথবা বাতিল স্লিপার।

রাজবাড়ীর গোয়ালন্দ বাজার টু গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) স্টেশনের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এর পুরোটাই এখন ঝুঁকিপূর্ণ। রেললাইনের সাপোর্টিং হিসাবে কাঠের স্লিপার ও রেল ছাড়া নাই আর কিছু। লাইনে নাই কোনো খোয়া বা পাথর। অনেক স্লিপার ভাঙা এবং রেলের নাট-বল্টুও ঢিলা। যার কারণে ট্রেন চলাচলের সময় স্লিপার ও রেল উঁচু-নিচু হয়।

অপরদিকে দীর্ঘদিন লাইন সংস্কার বা মেরামত না করা এবং লাইনে খোয়া বা পাথর না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে রেললাইন। যার কারণ চলতি বছরের ২৮ আগস্ট দৌলতদিয়ার ফকিরপাড়া ও ১৪ অক্টোবর গোয়ালন্দ পৌরসভার শ্মশানঘাট এলাকায় খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেন দুবার লাইনচ্যুত হয়। বর্তমানে এই রুটে নকশিকাঁথা মেইল ও সাটল দুটি ট্রেন ৩ বারে মোট ৬ বার আসা-যাওয়া করে।

স্থানীয়রা বলেন, এক সময় গোয়ালন্দ থেকে ট্রেনে ভারত যাওয়া যেত। সেই গোয়ালন্দ বাজার টু ঘাট স্টেশন দুইটি ঐহিত্যবাহী স্টেশন হওয়ার শর্তেও নেই কোনো উন্নয়ন। কয়েক বছর ধরে গোয়ালন্দ বাজার স্টেশনের কার্যক্রম বন্ধ, কমেছে এই রুটে ট্রেনের সংখ্যা। সারাদেশে রেলেরও উন্নয়ন হলেও এই ৫ কিলোমিটার রেললাইনের অবস্থা খুবই খারাপ। কোনোরকম নষ্ট-পচা কাঠের স্লিপারের ওপর বসানো রয়েছে রেল। যার কারণে দেড় মাসে দুবার ট্রেন পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া লাইনে কোনো খোয়াও দেওয়া নাই। ট্রেন যাওয়া-আসা করার সময় খুব আস্তে আস্তে যায়। এর চাইতে হেঁটেও আগে যাওয়া যায়। দেশের অন্যান্য স্থানের মতো রেলের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গোয়ালন্দ বাজার টু গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেললাইন ও স্টেশনের উন্নয়নে রেল কর্তৃপক্ষসহ সবার হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় হকাররা জানায়, রেললাইনে কোনো পাথর বা খোয়া নাই। ট্রেন যাওয়ার সময় এদিক ওদিক দোলে এবং ট্রেন খুবই আস্তে আস্তে যায়। সে সময় তারা ট্রেনে ওঠে আবার নামে।

দৌলতদিয়া ঘাট স্টেশনের ব্যবসায়ীরা জানান, আগে ৫ থেকে ৬টি ট্রেন দৌলতদিয়া ঘাটে আসলেও এখন মাত্র দুটি ট্রেন আসে। পদ্মা সেতু হয়ে ঘাট অনেকটাই মরে গেছে। এখন আর ট্রেন কমে গেলে তাদের মতো ব্যবসায়ী পথে বসে যাবে। তাই মেইল ট্রেনটি না উঠিয়ে এবং একটি আন্তঃনগর দিলে সবাই উপকৃত হবে।

বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, এ বিষয়ে প্রকৌশল বিভাগ অবগত আছে। মূলত ভৌগোলিক কারণে অন্যান্য স্থানের মতো গোয়ালন্দ বাজার টু গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেলের ব্যাজমেন্ট গঠন করা সম্ভব হয় নাই। প্রতিবছর অতি বর্ষণ ও বন্যার পানির কারণে ওই স্থানের কাঠের স্লিপারগুলো নষ্ট বা পচে যায়। তারপরও তাৎক্ষণিকভাবে যে স্লিপারগুলো পরিবর্তন করা সম্ভব, সেগুলো তারা পরিবর্তন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১০

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১১

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১২

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১৩

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৪

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৫

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

১৬

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

১৮

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

১৯

বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

২০
X