তপশিল ঘোষণার পর মনোনয়নপত্র বিক্রি শেষ করেছে আওয়ামী লীগ। সব কটি আসনে নৌকার মাঝি হতে দৌঁড়ঝাপ করছেন দেশের দলটির নেতারা। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন আওয়ামী লীগের পাঁচ নেতা।
একাধিক নেতা প্রার্থী হতে চাওয়ায় দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা বিভ্রান্তিকর গুঞ্জনও শোনা যাচ্ছে। সব ধোঁয়াশা কাটিয়ে এবার চট্টগ্রাম-১৫ আসনে নৌকার লিখিত বার্তা দিয়েছে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ।
এ বার্তায় তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই মাঠে থাকবে তৃণমূল আওয়ামী লীগ। তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রার্থী নেই। এমনকি মনোনয়ন দিতে প্রত্যাশীদের পক্ষে-বিপক্ষে কোনো সুপারিশও করা হয়নি।
ওই আসনে ৫ মনোনয়নপ্রত্যাশী হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বর্তমান সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সুফিয়ান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া জেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব। এর মধ্যে আমিনুল ইসলাম আমিন এবং ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আলোচনায় রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে তৃণমূলের কয়েকজন নেতা কালবেলাকে বলেন, ‘একাধিক প্রার্থী মনোনয়ন চাওয়ায় অনেকে বলছেন কেউ কেউ পছন্দের প্রার্থীর জন্য কেন্দ্রীয় নেতাদের সুপারিশ করেছেন। নেতাদের সই নিয়ে কিছু কাগজপত্রও কেন্দ্রে দেওয়া হয়েছে। কিন্তু ছড়িয়ে পড়া এসব কথা সত্য নয়।’
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, ‘যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্য থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যাকেই মনোনীত করবেন, তার হয়েই মাঠে থাকব আমরা। এখানে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনো সুযোগ নেই। আমাদের আস্থার শেষ ঠিকানা হলেন বঙ্গবন্ধুকন্যা।’
মন্তব্য করুন