আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে ৩য়বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর মেহেরপুর-২ (গাংনী) আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন ডা. এ এস এম নাজমুল হক সাগর।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমণ্ডিস্থ কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন তালিকা প্রকাশের সময় এ দুটি আসনে তাদের নাম ঘোষণা করেন।
ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ডা. এ এস এম নাজমুল হক সাগর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন