জাজিরা শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৫০ বছর ধরে তালা খুললেও খোলেনি নিজের ভাগ্যের তালা 

তালাচাবি কারিগর মো. রফিক বেপারি। ছবি : কালবেলা
তালাচাবি কারিগর মো. রফিক বেপারি। ছবি : কালবেলা

বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে পুরাতন সব ঐতিহ্য। বাড়ি-গাড়ি, অফিস-আদালত স্কুল-কলেজ দোকানপাটসহ সবকিছুই নিরাপদ রাখার অন্যতম মাধ্যম তালা। তালা নষ্ট হলে কিংবা চাবি হারিয়ে গেলে মানুষকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। প্রয়োজন পড়ে তালা মেরামত কিংবা নতুন চাবি তৈরির। তালা মেরামত আর নতুন চাবি বানানোর কাজ শিখেই সংসার চালাতেন এক শ্রেণির কারিগর। কিন্তু প্রযুক্তির উন্নয়নে হারিয়ে যাচ্ছে চাবি তৈরি ও তালা মেরামতের কাজ। তাই ভালো নেই তালা-চাবির কারিগররা।

শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাটে এক সময় এই পেশার কারিগরদের বেশ কদর ও জমজমাট ছিল। নতুন চাবি তৈরি, অকেজো তালা ও টর্চলাইট মেরামত করে চলত নিম্ন আয়ের বহু মানুষের জীবন-জীবিকা। বর্তমানে রসদ খুঁজে না পাওয়ায় কমেছে এ পেশার মানুষের সংখ্যা।

জাজিরার কাজিরহাট বাজারের মনোহরীপট্টির দোকানের সামনের ফুটপাতে বসেন তালাচাবি কারিগর মো. রফিক বেপারি (৭২)। তিনি বলেন, বর্তমানে উন্নত প্রযুক্তির ডিজিটালসহ বিভিন্ন ধরনের তালা-চাবি বাজারে এসেছে। এগুলো বেশ টেকসই। ফলে পুরাতন তালা-চাবি মেরামত করতে তেমন কেউ আর আসে না। তারা মনে করেন, মেরামতের চেয়ে নতুন তালা নেওয়া ভালো। তবুও পেশা ধরে রেখেছি। কি করব, খেয়ে পরে বাঁচতে হবে তো।

রফিক বেপারির সাথে কথা হলে তিনি কালবেলাকে বলেন, আমি পঞ্চাশ বছর যাবত এই পেশায় আছি। প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হয়। যাদের প্রত্যেকেই নতুন নতুন আচরণ করে। কেউ হাসে, কেউ খিটখিটে মেজাজের হয়। সবার সঙ্গেই তার তালা-চাবির মতো সম্পর্ক করতে হয়, তা না হলে পারিশ্রমিক পান না তেমন।

তালা মেরামত করতে আসা ওহাব আলী খান বলেন, এক সময় বিভিন্ন বাজারে, রাস্তার মোড়ে, ফুটপাতে, স্থায়ী-অস্থায়ী কারিগরদের দেখা যেত। কিন্তু বর্তমানে তাদের খুব বেশি চোখে পড়ে না। হাতে কাজ না থাকায় অনেকে হয়তো পেশা পরিবর্তন করেছেন।

তালা চাবি মেরামতকারী অন্য আরেকজন বলেন, এখন তালার ধরন বদলেছে। সব তালার কাজও আমরা করতে পারি না। এখনকার অনেক মডেলের তালা নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হয়, মেরামত করা যায় না। আবার অনেক বাড়িতে আধুনিক তালা ব্যবহার করে। তাই আমাদের কদর কমেছে। এ পেশায় এখন আর কোনো ভবিষ্যৎ দেখছি না। তাই এই কাজ সন্তান কিংবা আত্মীয়-স্বজন কাউকে শেখাতে চাই না।

পাসের দোকানি আব্দুল মজিদ ঢালী বলেন, এক সময় তালা-চাবি ও টর্চলাইট মেরামতের প্রচুর কাজ হতো। আয় রোজগারও ভালো হতো। বর্তমানে কাজ একেবারেই কম। এখন টর্চ লাইটের স্থান মোবাইল দখল করে নিয়েছে। নানা ধরনের তালা-চাবিও হয়েছে। আয় অনেক কমে গেছে। প্রতিদিন যা আয় হয় তা দিয়ে কোনো রকম সংসার চলে।

উল্লেখ্য, এখন থেকে এক দশক আগেও কামারি তালা আর চার্জার লাইটের প্রচুর ব্যবহার ছিল। ফলে এসব নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো নষ্ট হলে মানুষ ছুটে আসত কারিগরদের কাছে। হাট-বাজারে এ পেশার মানুষের বেশ কদর ছিল। কিন্তু উন্নত প্রযুক্তির ছোঁয়ায় এ পেশার মানুষের আয়ের পথ কিছুটা সংকুচিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংকে চাকরি, থাকছে না বয়সসীমা 

ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

অস্ত্রসহ ছাত্রলীগ নেতা উজ্জ্বল আটক

প্রতীক পাওয়ার ২ দিন মাঠ ছাড়লেন প্রার্থী, হতাশ কর্মী-সমর্থক 

সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

চট্টগ্রাম বন্দরে আয়ের ইতিহাস, সেবায় জট

দুর্বৃত্তদের গুলিতে ‘লেদা পুতু’ নিহত

১০

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১১

জলবায়ু সংকট / আসছে মাথা ঘুরানো গরম, ভয়ংকর কিছু বাস্তবতা

১২

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন মাসুদ

১৩

সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

১৪

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৫

পলোগ্রাউন্ড ময়দানে ভাষণ দেবেন তারেক রহমান / ‘স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

১৬

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য

১৭

টিভিতে আজকের যত খেলা

১৮

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

২০
X