সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপিসহ ২ হেভিওয়েট

আশুলিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ। ছবি : সংগৃহীত
আশুলিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ। যদিও এই আসনে এবারো নৌকার দলীয় মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

স্থানীয় সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে কালবেলাকে মোবাইল ফোনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তালুকদার তৌহিদ জং মুরাদ। আওয়ামী লীগের সাভার আশুলিয়ার এই দুই হেভিওয়েট নেতাকে নিয়ে ইতোমধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। দুই নেতাই বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় সংবাদ সম্মেলনে মুহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে একই মঞ্চে দেখা যায়, আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ভুঁইয়া সুমনসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের। সংবাদ সম্মেলনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সংবাদ সম্মেলন শেষে মিলাদ মাহফিলের আয়োজন করেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে স্বনির্ভর ধামশোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্ভাগ্যবশত আমি দলীয় মনোনয়ন পাইনি। প্রধানমন্ত্রী এবার জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, নিরপেক্ষ নির্বাচন হলে আমি আমার এলাকার মানুষের ভালোবাসা ও ভোটে বিজয়ী হব। প্রধানমন্ত্রী একজনকে দলীয় মনোনয়ন দিয়েছেন বাকিদের সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন সে জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা। এবারের নির্বাচনের মধ্য দিয়ে কার কত জনপ্রিয়তা সেটি প্রমাণ হবে। দলীয় নির্দেশনা মেনেই আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমি সবার কাছে দোয়া প্রার্থী।

এদিকে তালুকদার তৌহিদ জং মুরাদ কালবেলাকে বলেন, সাভার-আশুলিয়ার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সবার সহযোগিতায় আমি আবার জনগণও দেশের সেবা করার সুযোগ পাব। আমি বিশ্বাস করি সাভার আশুলিয়ার মানুষ আমাকে ভালোবাসে এবং ভোটের ফলাফলের মধ্য দিয়ে আমি নিশ্চয়ই সেটি প্রমাণ করতে সক্ষম হব।

উল্লেখ্য, তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর সমালোচনার মুখে পড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানা ব্যারাকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে গ্রেপ্তার করবে : শাহজাহান চৌধুরী

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী

পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

১০

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

১১

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

১৩

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৪

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৫

রাত হলেই শিশুপার্কটি হয়ে ওঠে মাদকের আড্ডাখানা

১৬

অপেক্ষা বাড়ছে বাংলাদেশের, দরকার ২ উইকেট

১৭

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, বদলি কে

১৮

নদীগর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগে দুর্ভোগ

১৯

অসৎ লোককে নির্বাচিত করলে কপালে ভোগান্তিই আসবে : দুদক চেয়ারম্যান

২০
X