সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপিসহ ২ হেভিওয়েট

আশুলিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ। ছবি : সংগৃহীত
আশুলিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ। যদিও এই আসনে এবারো নৌকার দলীয় মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

স্থানীয় সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে কালবেলাকে মোবাইল ফোনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তালুকদার তৌহিদ জং মুরাদ। আওয়ামী লীগের সাভার আশুলিয়ার এই দুই হেভিওয়েট নেতাকে নিয়ে ইতোমধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। দুই নেতাই বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় সংবাদ সম্মেলনে মুহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে একই মঞ্চে দেখা যায়, আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ভুঁইয়া সুমনসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের। সংবাদ সম্মেলনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সংবাদ সম্মেলন শেষে মিলাদ মাহফিলের আয়োজন করেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে স্বনির্ভর ধামশোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্ভাগ্যবশত আমি দলীয় মনোনয়ন পাইনি। প্রধানমন্ত্রী এবার জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, নিরপেক্ষ নির্বাচন হলে আমি আমার এলাকার মানুষের ভালোবাসা ও ভোটে বিজয়ী হব। প্রধানমন্ত্রী একজনকে দলীয় মনোনয়ন দিয়েছেন বাকিদের সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন সে জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা। এবারের নির্বাচনের মধ্য দিয়ে কার কত জনপ্রিয়তা সেটি প্রমাণ হবে। দলীয় নির্দেশনা মেনেই আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমি সবার কাছে দোয়া প্রার্থী।

এদিকে তালুকদার তৌহিদ জং মুরাদ কালবেলাকে বলেন, সাভার-আশুলিয়ার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সবার সহযোগিতায় আমি আবার জনগণও দেশের সেবা করার সুযোগ পাব। আমি বিশ্বাস করি সাভার আশুলিয়ার মানুষ আমাকে ভালোবাসে এবং ভোটের ফলাফলের মধ্য দিয়ে আমি নিশ্চয়ই সেটি প্রমাণ করতে সক্ষম হব।

উল্লেখ্য, তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর সমালোচনার মুখে পড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ খুললেন রাশমিকা মান্দানা

গুমের শিকার বিশেষ বন্দিদের ‘মোনালিসা’ নামে ডাকা হতো

রাজশাহীতে হাজার ছাড়িয়েছে সাপে কাটা রোগী, মৃত্যু ৩৮

মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করে যে ১০ খাবার

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া সেই ডেপুটি গভর্নর এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

বাংলাদেশি শাড়ির জাদুতে মুগ্ধ তুরস্ক

কতদিন পর পর তোয়ালে ধুচ্ছেন? সঠিক সময় ও পদ্ধতি জেনে নিন

বজ্রপাতে প্রাণ হারানো রাসেদকে ‘চিরঞ্জীব সভাপতি’ ঘোষণা

১০

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১১

ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম নেওয়া ওমর পেলেন নোবেল

১২

ডোবায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

১৩

চাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের ইশতেহার ঘোষণা

১৪

বাবর ও তানভীরের সঙ্গে মাউন্ট মানাসলুর শীর্ষে অ্যাডহেসিভ ব্র্যান্ড স্যাম-বন্ড

১৫

শুভেচ্ছা সফরে বাংলাদেশে মার্কিন যুদ্ধজাহাজ

১৬

রংপুরের বিএনপি নেতা লাকুর মৃত্যুতে তারেক রহমানের শোক

১৭

শিবির সমর্থিত ভিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের

১৮

আরেকটি রাজনৈতিক দল গঠন করছে ইমরান খানের পিটিআই

১৯

এসজেডএমসি ডে-২০২৫ উদযাপনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

২০
X