সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপিসহ ২ হেভিওয়েট

আশুলিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ। ছবি : সংগৃহীত
আশুলিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ। যদিও এই আসনে এবারো নৌকার দলীয় মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

স্থানীয় সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে কালবেলাকে মোবাইল ফোনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তালুকদার তৌহিদ জং মুরাদ। আওয়ামী লীগের সাভার আশুলিয়ার এই দুই হেভিওয়েট নেতাকে নিয়ে ইতোমধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। দুই নেতাই বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় সংবাদ সম্মেলনে মুহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে একই মঞ্চে দেখা যায়, আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ভুঁইয়া সুমনসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের। সংবাদ সম্মেলনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সংবাদ সম্মেলন শেষে মিলাদ মাহফিলের আয়োজন করেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে স্বনির্ভর ধামশোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্ভাগ্যবশত আমি দলীয় মনোনয়ন পাইনি। প্রধানমন্ত্রী এবার জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, নিরপেক্ষ নির্বাচন হলে আমি আমার এলাকার মানুষের ভালোবাসা ও ভোটে বিজয়ী হব। প্রধানমন্ত্রী একজনকে দলীয় মনোনয়ন দিয়েছেন বাকিদের সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন সে জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা। এবারের নির্বাচনের মধ্য দিয়ে কার কত জনপ্রিয়তা সেটি প্রমাণ হবে। দলীয় নির্দেশনা মেনেই আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমি সবার কাছে দোয়া প্রার্থী।

এদিকে তালুকদার তৌহিদ জং মুরাদ কালবেলাকে বলেন, সাভার-আশুলিয়ার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সবার সহযোগিতায় আমি আবার জনগণও দেশের সেবা করার সুযোগ পাব। আমি বিশ্বাস করি সাভার আশুলিয়ার মানুষ আমাকে ভালোবাসে এবং ভোটের ফলাফলের মধ্য দিয়ে আমি নিশ্চয়ই সেটি প্রমাণ করতে সক্ষম হব।

উল্লেখ্য, তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর সমালোচনার মুখে পড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১০

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১১

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১২

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৩

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৪

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৫

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৬

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৭

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৮

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

২০
X