আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ বরুড়া আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে নতুন দুই মুখ দলীয় মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী এ জেড এম শফিউদ্দিন শামীম। রোববার (২৬ নভেম্বর) দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশের ৩০০ আসনে ঘোষিতপত্রে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জাতীয় পার্টিতে মনোনয়ন পেলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সহসভাপতি এবং বরুড়া উপজেলার জাতীয় পার্টির সভাপতি এইচ এম ইফরান। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
উপজেলার প্রতিটা ইউনিয়নে এই নিয়ে দুই দলেন নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ মিছিল করতে দেখা গেছে।
উপজেলা আওয়ামী লীগের এক প্রবীণ নেতা আমাদের জানান, শফিউদ্দিন শামীম রাজনীতিতে নতুন মুখ হলেও তিনি দলের জন্য অনেক কিছু করেছেন। করোনা মহামারির সময়ে বরুড়ার সর্বস্তরের মানুষের জন্য কাজ করেছেন এই নেতা। ঘরে ঘরে খাদ্য পাঠানো, অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান করা, বিভিন্ন মানবসেবা, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসংস্থানের লক্ষ্যে অটোরিকশা, সেলাই মেশিন দেওয়া ও প্রবীণ আওয়ামী লীগ নেতাদেরকে খুঁজে খুঁজে বের করে সম্মানিত করেছেন। আওয়ামী লীগ নেত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যোগ্য লোকের হাতেই দলীয় মনোনয়ন দিয়েছেন।
মন্তব্য করুন