চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. বিপুল (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার কালা গ্রামের গাংপাড়ার মো. বিপুল নামের এক ব্যক্তির বসতঘরের রান্না ঘর থেকে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন