শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীর ৬ আসনে লাঙ্গল পেলেন যারা

নোয়াখালীর ৬টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্তরা। ছবি : কালবেলা
নোয়াখালীর ৬টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্তরা। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এর মধ্যে নোয়াখালীর ৬টি আসন রয়েছে।

ঘোষণা অনুযায়ী নোয়াখালী-১ (চাটখিল উপজেলা) ফজলুল করিম মো. ইয়াসিন, নোয়াখালী-২ (সেনবাগ উপজেলা) মো. তালেবুজ্জামান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ উপজেলা) ফজলে এলাহী সোহাগ মিয়া, নোয়াখালী-৪ (সদর) মোবারক হোসেন আজাদ, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ উপজেলা) ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ এবং নোয়াখালী-৬ (হাতিয়া) মুশফিকুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করবেন।

জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি এ টি এম ফজলুল করিম বাচ্চু বলেন, দলের কেন্দ্র থেকে নোয়াখালী ছয় আসনের মনোনয়ন ঘোষণা দেওয়া হয়েছে। আমাকে নোয়াখালী-১ থেকে দল মনোনয়ন দিয়েছে। এ আসনে বিকল্প হিসেবে চাটখিল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইয়াছিনের নামও রাখা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও নোয়াখালী-৫ আসনের সমন্বয়ক ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেল। তিনি বলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে। এখানে ১৯৮৬ সালে হাসনা জসীমউদ্দিন মওদুদ ও ১৯৯১ সালে ব্যারিস্টার মওদুদ আহমদ কারাগারে থেকেও জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাপা। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু। ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

অন্যদিকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি।

এর আগে গত শুক্রবার (২৪ নভেম্বর) বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিত নিয়ে যা জানা গেল

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১০

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১২

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৩

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৪

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১৫

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১৬

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

১৭

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

১৮

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

১৯

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

২০
X