নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীর ৬ আসনে লাঙ্গল পেলেন যারা

নোয়াখালীর ৬টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্তরা। ছবি : কালবেলা
নোয়াখালীর ৬টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্তরা। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এর মধ্যে নোয়াখালীর ৬টি আসন রয়েছে।

ঘোষণা অনুযায়ী নোয়াখালী-১ (চাটখিল উপজেলা) ফজলুল করিম মো. ইয়াসিন, নোয়াখালী-২ (সেনবাগ উপজেলা) মো. তালেবুজ্জামান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ উপজেলা) ফজলে এলাহী সোহাগ মিয়া, নোয়াখালী-৪ (সদর) মোবারক হোসেন আজাদ, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ উপজেলা) ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ এবং নোয়াখালী-৬ (হাতিয়া) মুশফিকুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করবেন।

জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি এ টি এম ফজলুল করিম বাচ্চু বলেন, দলের কেন্দ্র থেকে নোয়াখালী ছয় আসনের মনোনয়ন ঘোষণা দেওয়া হয়েছে। আমাকে নোয়াখালী-১ থেকে দল মনোনয়ন দিয়েছে। এ আসনে বিকল্প হিসেবে চাটখিল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইয়াছিনের নামও রাখা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও নোয়াখালী-৫ আসনের সমন্বয়ক ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেল। তিনি বলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে। এখানে ১৯৮৬ সালে হাসনা জসীমউদ্দিন মওদুদ ও ১৯৯১ সালে ব্যারিস্টার মওদুদ আহমদ কারাগারে থেকেও জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাপা। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু। ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

অন্যদিকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি।

এর আগে গত শুক্রবার (২৪ নভেম্বর) বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজামুখী ত্রাণবাহী জাহাজ নিয়ে যা বললেন আজহারি

জানা গেল গভীর নিম্নচাপটি কখন উপকূল অতিক্রম করতে পারে

আপনি কি সব সময় পা নাড়ান? ভয়াবহ রোগের ইঙ্গিত কি না জেনে নিন

প্রথম ওভারেই জোড়া আঘাত মারুফার, চাপে পাকিস্তান

সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক

পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই : ব্যারিস্টার কাজল

বিএনপির নেতাকর্মীরা কোনো দিন রাজপথ ছাড়েনি : টুকু

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়  

গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা দেওয়ার আহ্বান জামায়াতের

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকারে জেলেদের ‘গোপন’ প্রস্তুতি

১০

বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

১১

তামিমের অভিযোগ ও বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন সাকিব

১২

চালুর আগেই চুরি হচ্ছে ট্রমা সেন্টারের প্রয়োজনীয় জিনিসপত্র

১৩

কুকুর কামড়ানোর পর প্রথম ১৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কী কী করবেন?

১৪

ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় যুবকের মৃত্যু

১৫

এক মোটরসাইকেলে ৩ বন্ধু, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের

১৬

বিজয়া দশমীতে ছাত্রদল নেতা তারিকের ভিন্নধর্মী কর্মসূচি

১৭

নওগাঁয় মণ্ডপে মণ্ডপে ‘সিঁদুর খেলা’, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন

১৮

টস ভাগ্যে হেরেছে বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

১৯

কাপ্তাই হ্রদে সেনাবাহিনীর সফল উদ্ধার অভিযান

২০
X