আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদের আশপাশের এলাকায় এই অপসারণ অভিযান দেখা যায়।
নির্বাচন কমিশন (ইসি) তপশিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারের পোস্টার-বিলবোর্ডসহ অন্যান্য প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেয়। নির্দেশনা বাস্তবায়নে উপজেলাজুড়ে মাইকিং করে উপজেলা প্রশাসন। কিন্তু এতে সাড়া মেলেনি কোনো রাজনৈতিক নেতার।
এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছেন উদ্দিন। অভিযানে সহযোগিতা করে ঘিওর থানা পুলিশ।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ঘিরে সব ধরনের নির্বাচনী প্রচার, শুভেচ্ছা এবং অন্যান্য রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী, আমরা ঘিওর উপজেলায় সব রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনগুলো অপসারণ করছি। জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারের ব্যানার ও ফেস্টুন লাগাতে পারবে।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা মোতাবেক প্রচার সামগ্রী অপসারণের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন