সিরাজগঞ্জের বেলকুচিতে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে সাবেক পৌর তাঁতি দলের সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম আকন্দ আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডলের হাতে হাত রেখে আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন তাকেসহ নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া আমিরুল ইসলাম আকন্দ বলেন, বিএনপি রাজনীতির নামে জ্বালাও-পোড়াও ও হত্যার রাজনীতি করে আসছে। তারা কখনো দেশের জন্য ভালো কাজ করে না। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে সেটি নেই। তাই আমি জঘন্য রাজনীতির পথ থেকে আমার যারা সহযোগী ছিলেন তাদের নিয়ে আমি আওয়ামী লীগ যোগ দিয়েছি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস বলেন, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের বিষয়ে আমি কিছু জানি না। এ সম্পর্কে এমপি মমিন মন্ডল বলতে পারবেন। তিনি কীভাবে কী করেছেন তিনিই ভালো জানেন।
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল জানান, আওয়ামী লীগের রাজনীতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপির জ্বালাও-পোড়াও রাজনীতির পথ পরিহার করে আওয়ামী লীগে যোগ দিয়েছে। আমরাও তাকে ও নেতাকর্মীদের সাদরে গ্রহণ করেছি। সে আমাদের কাছে বাকি জীবনে আওয়ামী লীগের রাজনীতি করার শপথ করেছে।
মন্তব্য করুন