লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর-৩ আসনে চমক দেখাবেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা মনীন্দ্র

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথ। ছবি : সংগৃহীত

এবারের জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নতুন মুখ হিসেবে চমক সৃষ্টি করবেন মনীন্দ্র কুমার নাথ। এমনটি ধারণা স্থানীয় সাধারণ ভোটারদের। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথ আসনটিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে থাকবেন বলে মনে করছেন তারা। সেক্ষেত্রে এখানে আওয়ামী লীগ প্রার্থীসহ অন্য যেকোনো প্রার্থীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন মনীন্দ্র কুমার নাথ।

এ ছাড়া প্রথমবারের মতো এ আসনে সনাতন ধর্মাবলম্বীদের নিজস্ব প্রার্থী হওয়ায় তার জয়ের বিষয়ে আশার আলো দেখছেন সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীরা। কারণ এ আসনে প্রায় ১৫ শতাংশ ভোট সনাতন ধর্মাবলম্বীদের। তা ছাড়াও মনিন্দ্র কুমার নাথ জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচিত মুখ। স্থানীয়ভাবেও তার জনসম্পৃক্ততা রয়েছে অনেক। এলাকার বিভিন্ন মন্দির, মসজিদ ও সামাজিক সংগঠনসহ দুঃস্থ মানুষের সেবায় তার ব্যাপক দান-অনুদান দীর্ঘ দিন থেকে অব্যাহত রয়েছে। মনীন্দ্র কুমার নাথ পারিবারিকভাবে আওয়ামী লীগ ঘরানার হলেও এবারের নির্বাচনে তিনি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৩ এ নির্বাচনে লড়বেন। ইতোমধ্যে তিনি লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি সেটি জমা দেবেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারের সমীকরণটা একটু ভিন্ন। অতীতে বিদ্রোহী হলে বহিষ্কারের সিদ্ধান্ত থাকলেও এবার আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র নির্বাচন উন্মুক্ত রাখা হয়েছে। তাই নৌকার টিকিট পেলেও কঠিন সমীকরণে পড়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। বিশেষ করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিপাকে পড়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। তিনি আওয়ামী লীগের নৌকার মাঝি। তার বিপরীতে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথ। তিনি মার্কেন্টাইল ব্যাংকের সাবেক পরিচালক ছিলেন।

লক্ষ্মীপুর পূজা পরিষদের সাধারণ সম্পদক শিমুল সাহা বলেন, লক্ষ্মীপুর সদর আসনে মনীন্দ্র কুমার নাথ একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। নির্বাচনে তার (প্রার্থীর) বিজয়ের বিষয়ে তিনি দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬ জন। তাদের মধ্যে জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাকের পার্টি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির প্রার্থী রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র পার্থীর তালিকায় রয়েছেন পাঁচজন। একজন উপজেলা পরিষদের চেয়ারম্যানও রয়েছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

আরও ১৩ এসপির দপ্তর বদল

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

‘বিএনপি সরকারে এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার হবে’  

রাজশাহীর নতুন কমিশনার জিল্লুর রহমান

এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল কবে, যা জানা গেল

১০

বিয়ে নিয়ে ‘চমক’ দেবেন দেব-রুক্মিণী, চলছে পরিকল্পনা

১১

প্রিপেইড মিটারের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নিয়ে বিদ্যুৎ বিভাগ যা বলছে

১২

ডিআইজি পদে একযোগে ৩৩ জনের পদোন্নতি

১৩

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

কানাডায় নেওয়ার কথা বলে নিল ৩৮ লাখ, নিঃস্ব ২ পরিবার

১৫

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

১৬

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

১৭

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

১৮

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

১৯

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

২০
X