কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা নিয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

ড.আবদুস সোবাহান মিয়া গোলাপ। ছবি : সংগৃহীত
ড.আবদুস সোবাহান মিয়া গোলাপ। ছবি : সংগৃহীত

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড.আবদুস সোবাহান মিয়া গোলাপের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। শুক্রবার (১ ডিসেম্বর) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার দাশ।

জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান বরাবর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দুটি লিখিত অভিযোগ দায়ের করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম এবং সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন। অভিযোগকারী দুজনেই দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসন হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়মী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত বর্তমান সংসদ সদস্য ড.আবদুস সোবহান গোলাপ গাড়িবহরসহ বহিরাগত ও তার অনুসারীদের সঙ্গে নিয়ে প্রভাব খাটিয়ে ব্যান্ড পার্টি, ঢোল, বাদ্য যন্ত্র, বাঁশি বাঁজিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সামিল।

এভাবে মনোনয়নপত্র দাখিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এমন অভিযোগ করে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সাংবাদিকদের বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের দেখা উচিত। আমি তো ইচ্ছা করলে গোলাপ সাহেবের চেয়ে আরও কয়েকগুণ বেশি নেতাকর্মী নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিতে পারতাম। কিন্তু আমরা তা করিনি।

আরেক স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন বলেন, আমরা নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছি। আশা করি রিটার্নিং অফিসার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে আব্দুস সোবাহান গোলাপের মন্তব্য জানতে সাংবাদিকরা তার রমজানপুর ইউনিয়নের রমজানপুর গ্রামের বাড়িতে যান। তখন আব্দুস সোবাহান গোলাপ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ পেয়েছি। এখন অভিযোগের আইনগত বিষয় খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার সামনে রাতভর যা যা হলো

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা

আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই : এরদোয়ান

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আরব সাগরে ভারতের অভিযান, টার্গেটে পাকিস্তান

১০

০৯ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

০৯ মে : আজকের নামাজের সময়সূচি

১২

অবশেষে গ্রেপ্তার সাবেক মেয়র আইভী

১৩

১৭ দিন পর রাজশাহী পলিটেকনিকে খুলল তালা

১৪

শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীদের স্লোগান, প্রধান শিক্ষককে শোকজ

১৫

স্বাস্থ্য পরামর্শ / মায়ের গর্ভেই থ্যালাসেমিয়া রোগ নির্ণয় পদ্ধতি

১৬

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১৭

মরদেহ দাফনের পাঁচদিন পর বাবা জানলেন সন্তান জীবিত

১৮

দেশজুড়ে ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ ঘোষণা

১৯

সাবেক মেয়র আইভীকে আটকের খবরে বাড়ি ঘেরাও

২০
X