ঠাকুরগাঁও সদরসহ আশপাশের এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূতি হয়। হঠাৎ ভূকম্পনে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এবার কম্পনের অনুভূতি ছিল সাম্প্রতিক অন্য ভূমিকম্পের তুলনায় তীব্র। এতে উঁচু ভবন কেঁপে উঠে। আতঙ্কগ্রস্থ বাসিন্দাদের কেউ কেউ রাস্তায় নেমে আসেন। এ সময় অনেককে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত স্বজনদের খোঁজ নিতে মোবাইল ফোনে কথা বলতে শোনা যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসনের কর্মকর্তারা ভূমিকম্পের পর এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন