কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার-১ আসনে জাফর আলমের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

জাফর আলম। ছবি : সংগৃহীত
জাফর আলম। ছবি : সংগৃহীত

হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলমের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মো. আজমগীর নামের এক যুবক। তিনি পেকুয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মদবরপাড়া এলাকার রহিম আহমদের ছেলে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তিনি এ অভিযোগ দেন। একই অভিযোগ তিনি নির্বাচন কমিশন সচিব বরাবরও দিয়েছেন। এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একই অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন তিনি।

অভিযোগ উঠে, কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম হলফনামায় জমির পরিমাণ দেখিয়েছেন মাত্র ১৫০ শতক। যার মূল্য দেখানো হয় ৬৩ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। অথচ জাফর আলমের রয়েছে আরও শতকোটি টাকার সম্পদ। যা হলফনামায় উল্লেখ করেননি। আজমগীর তার অভিযোগে প্রায় অর্ধশত জমির দলিলের কথা উল্লেখ করেন।

অভিযোগে আজমগীর দাবি করেন, ৭ জুনয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান সংসদ সদস্য জাফর আলম। তার দেওয়া হলফনামায় তার স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণীতে জমি সংক্রান্ত যে তথ্য দিয়েছেন তা সত্য নয়। হলফনামায় তিনি প্রায় ১০০ কোটি টাকার সম্পদ গোপন রেখে মিথ্যার আশ্রয় নিয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে তিনি নির্বাচনী আইনবিরোধী অপরাধ করেছেন। যা প্রার্থিতা বাতিলের মতো অপরাধও বটে।

এ বিষয়ে আজমগীর বলেন, হলফনামায় প্রার্থী সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এমন সুনির্দিষ্ট তথ্য ‍দিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমার আবেদন আমলে না নিয়ে জাফর আলমের প্রার্থিতা বৈধতা দিয়েছেন। তাই বাধ্য হয়ে আমি প্রধান নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ দিয়েছি। এখানেও প্রতিকার না পেলে উচ্চ আদালতে যাব।

তিনি আরও বলেন, আমি অর্ধশত জমির দলিল নম্বর সংযুক্ত করেছি। যেখানে জমির পরিমাণ রয়েছে ২৭০.৭৪ শতক এবং মূল্য প্রায় ১১০ কোটি টাকা। তার স্ত্রী-পুত্র-কন্যার নামে প্রায় ২০০ জমির দলিল রয়েছে। পেকুয়ায় আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে নিউমার্কেট নির্মাণাধীন। দুই বছর আগে জবর দখল করে এ জমির মালিক হয়ে মার্কেট নির্মাণ করলেও নামজারি খতিয়ান করেননি জাফর আলম। এ জমিটিও হলফনামায় উল্লেখ করেননি তিনি।

অভিযোগের বিষয়ে জানতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরানকে মোবাইল ফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া মামলায় কেন গ্রেপ্তার করতে হবে, তৌহিদ আফ্রিদিকে নিয়ে রাশেদের প্রশ্ন

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

১০

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

১১

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

১২

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

১৩

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

১৪

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৫

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৬

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১৭

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১৮

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

২০
X