হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলমের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মো. আজমগীর নামের এক যুবক। তিনি পেকুয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মদবরপাড়া এলাকার রহিম আহমদের ছেলে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তিনি এ অভিযোগ দেন। একই অভিযোগ তিনি নির্বাচন কমিশন সচিব বরাবরও দিয়েছেন। এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একই অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন তিনি।
অভিযোগ উঠে, কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম হলফনামায় জমির পরিমাণ দেখিয়েছেন মাত্র ১৫০ শতক। যার মূল্য দেখানো হয় ৬৩ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। অথচ জাফর আলমের রয়েছে আরও শতকোটি টাকার সম্পদ। যা হলফনামায় উল্লেখ করেননি। আজমগীর তার অভিযোগে প্রায় অর্ধশত জমির দলিলের কথা উল্লেখ করেন।
অভিযোগে আজমগীর দাবি করেন, ৭ জুনয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান সংসদ সদস্য জাফর আলম। তার দেওয়া হলফনামায় তার স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণীতে জমি সংক্রান্ত যে তথ্য দিয়েছেন তা সত্য নয়। হলফনামায় তিনি প্রায় ১০০ কোটি টাকার সম্পদ গোপন রেখে মিথ্যার আশ্রয় নিয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে তিনি নির্বাচনী আইনবিরোধী অপরাধ করেছেন। যা প্রার্থিতা বাতিলের মতো অপরাধও বটে।
এ বিষয়ে আজমগীর বলেন, হলফনামায় প্রার্থী সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এমন সুনির্দিষ্ট তথ্য দিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমার আবেদন আমলে না নিয়ে জাফর আলমের প্রার্থিতা বৈধতা দিয়েছেন। তাই বাধ্য হয়ে আমি প্রধান নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ দিয়েছি। এখানেও প্রতিকার না পেলে উচ্চ আদালতে যাব।
তিনি আরও বলেন, আমি অর্ধশত জমির দলিল নম্বর সংযুক্ত করেছি। যেখানে জমির পরিমাণ রয়েছে ২৭০.৭৪ শতক এবং মূল্য প্রায় ১১০ কোটি টাকা। তার স্ত্রী-পুত্র-কন্যার নামে প্রায় ২০০ জমির দলিল রয়েছে। পেকুয়ায় আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে নিউমার্কেট নির্মাণাধীন। দুই বছর আগে জবর দখল করে এ জমির মালিক হয়ে মার্কেট নির্মাণ করলেও নামজারি খতিয়ান করেননি জাফর আলম। এ জমিটিও হলফনামায় উল্লেখ করেননি তিনি।
অভিযোগের বিষয়ে জানতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরানকে মোবাইল ফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।
মন্তব্য করুন