জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ধান কাটার কাঁচি নিয়ে দ্বন্দ্ব, ছাত্রলীগ নেতাসহ আহত ১২

চুয়াডাঙ্গার জীবননগরে ধান কাটার কাঁচি ফেরত দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় হাসপাতালে আহতরা। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার জীবননগরে ধান কাটার কাঁচি ফেরত দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় হাসপাতালে আহতরা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে কাঁচি (লোহার তৈরি ধান কাটার যন্ত্র) ফেরত দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁকা গ্রামে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের কাছ থেকে কয়েকদিন আগে একটি ধান কাটার কাঁচি নিয়েছিলেন একই গ্রামের পূর্বপাড়ার রাজীবের ছেলে রিফাত। সেই কাঁচি ফেরত না দেওয়ায় শনিবার সকালে মাঠে কাজে যাওয়ার সময় রিফাতের হাতে থাকা হাঁসুয়া কেড়ে নিয়ে হাসান বলেন, কাঁচি ফেরত না দিলে হাঁসুয়া দেবেন না।

রিফাত বিষয়টি পরিবারকে জানালে কয়েকজন নারী এসে হাসানকে মারধর করে। পরে হাসানের পরিবারের কয়েকজন সেখানে গেলে বাধে মারামারি। দুই পক্ষের মারামারিতে আহত হন অন্তত ১২ জন। আহতরা হলেন, বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, ফিরোজ শেখ (৪২), তৌফিক (২৭), মো. ইমরান শেখ (১৮), বেদানা খাতুন (৬০), জাহাঙ্গীর শেখ (৫০) ও রহিমা খাতুন।

এদের মধ্যে তৌফিক ও জাহাঙ্গীর শেখের অবস্থা গুরুতর হওয়ায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইমরান শেখ আহত অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপর পক্ষের রিফাতসহ তার পরিবারের সেলিম, মনিরুল ইসলাম, বাবুল আক্তার ও সাব্বির আহত হয়েছেন। সেলিম ও মনিরুল ইসলাম জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতালে ভর্তি সেলিম জানান, আমি বাড়ি ছিলাম। হঠাৎ এসে হাসানের পরিবারের লোকজন আমাদের ওপর হামলা করে। এ সময় মারামারি শুরু হয়। কাঁচি নিয়ে এর আগে সকালে হাসান ও রিফাতের ঝামেলা হয় বলে জানান তিনি।

এদিকে, এই মারামারির ঘটনায় জীবননগর থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন জীবননগর থানা পুলিশসহ বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান।

এ বিষয়ে জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১০

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১১

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১২

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১৩

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১৪

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৫

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৬

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৭

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৮

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৯

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

২০
X