মশিউর মিলন, বাউফল (পটুয়াখলী) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

পটুয়াখালীর বাউফলে সেতুর পরবর্তীতে নেই সেতুর সংযোগ সড়ক। ছবি : কালবেলা
পটুয়াখালীর বাউফলে সেতুর পরবর্তীতে নেই সেতুর সংযোগ সড়ক। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে সেতু থাকলেও নেই সেতুর সংযোগ সড়ক। এতে বিপাকে পড়েছেন স্কুল-কলেজ-মাদ্রাসাপড়ুয়া ছাত্র-ছাত্রী ও তিন গ্রামের কয়েক হাজার মানুষ। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষের। এ সেতুটি উপজেলা থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরওয়াডেল গ্রামের খানকা বাজারের পশ্চিম পাশের খালের ওপর নির্মিত। এক বছর আগে মূল অবকাঠামো নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে সেতুটি এলাকার মানুষের কোনো কাজে আসছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচির ২০২১-২২ অর্থবছরের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৬৪,৬৬,২৮৫ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে। কিন্তু সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষের।

শনিবার (৯ ডিসেম্বর) সরেজমিন পরিদর্শনকালে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। সেতুর সংযোগ সড়ক না থাকায় আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়, চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরওয়াডেল কারামতিয়া জৈনপুরী হাফেজীয়া মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। আজিজ খান নামের এক বাসিন্দা বলেন, সংযোগ সড়ক নির্মাণ না করায় আমরা চৌকিদার বাড়ির নিজস্ব পথ দিয়ে চলাফেরা করছি। হাজেরা বেগম নামের এক নারী বলেন, আমরা প্রতিদিন এই সেতু পারাপার হয়ে মাঠে কাজ করতে যাই। নদী কাছে থাকায় অতি সহজে জোয়ারের পানিতে তলিয়ে থাকে পথটি। পানিতে তলিয়ে থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে সেতুতে উঠতে হয় আমাদের। মিথিলা ও সুমাইয়া নামের দুই শিক্ষার্থী জানায়, এই সেতুতে উঠতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। সেতুর সামনে সড়কের পরিবর্তে গর্ত থাকায় সড়কটি পানির নিচে থাকে। যার কারণে ইতোমধ্যে গর্তে পড়ে কয়েকজনের পা ভেঙে গেছে। তাই সেতুটিতে সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের।

এ বিষয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা বলেন, আমি পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) অফিসে জানিয়েছি কিন্তু তারা এখনো সংযোগ সড়ক করে দেয়নি।

এ বিষয়ে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আনোয়ার হোসেন সিকদারের সহকারী আল আমিন বলেন, সেতুর সংযোগ সড়কের কাজ আমাদের না, আমাদের যতটুকু করার ছিল তা করেছি।

বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, শিগগিরই সংযোগ সড়ক করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১০

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১১

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১২

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৩

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৪

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৫

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৬

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৭

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৮

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

২০
X