বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়া বিএনপি

৪০ দিনে ৩৭ মামলায় আসামি আড়াই হাজার

মানববন্ধনে বিএনপির শীর্ষ নেতাদের কেউই অংশগ্রহণ করেনি। ছবি : কালবেলা
মানববন্ধনে বিএনপির শীর্ষ নেতাদের কেউই অংশগ্রহণ করেনি। ছবি : কালবেলা

বগুড়ায় বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় গ্রেপ্তার এড়াতে বগুড়ায় মানববন্ধনে বিএনপির শীর্ষ নেতাদের কেউই অংশগ্রহণ করেনি।

বিএনপির মানববন্ধনে বগুড়ার শেরপুরে হত্যার শিকার বিএনপি সদস্য আব্দুল মতিনের স্ত্রী লায়লী বেগম বক্তব্য রাখেন। এছাড়াও সম্প্রতি সময়ে গ্রেপ্তার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুক্তি দাবি করে পরিবারের অন্তত ২০ জন সদস্য এই মানবন্ধনে বক্তব্য রাখেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড এবং গ্রেপ্তার, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার আত্মীয়দের ছবি বহন করতে দেখা যায়।

মানবন্ধনে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী আব্দুল বাছেদ সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির জেলা শাখার সাবেক আহ্বায়ক ও আইনজীবী একেএম সাইফুল ইসলাম, মহিলা দলের সভাপতি লাভলি রহমানসহ প্রমুখ নেতারা।

তবে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর ইসলামসহ শীর্ষ নেতাদের কেউই মানবন্ধনে অংশগ্রহণ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, মামলা অভিযুক্ত নেতাদের উপস্থিত না থাকার বিষয়ে কেন্দ্র থেকেই নির্দেশনা ছিল।

গ্রেপ্তার বিএনপি সমর্থক শরিফুর ইসলামের স্ত্রী শামিমা লিমা বলেন, ‘বাড়িতে ছোট তিনটা সন্তান। আয় করার কেউ নেই। উনি এখন ক্রাউন সিমেন্ট কোম্পানিতে চাকরি করেন, কোনো নাশকতার সঙ্গে জড়ানোর প্রশ্নই আসেনা। গত ৪ নভেম্বর শহরের মালগ্রাম অফিস থেকেই এসে উনি ৩ বছর বয়সীয় ছোট ছেলের ওষুধ নিতে সবুজবাগে বাড়ির সামনে বের হন। পুলিশ সেখান থেকে ধরে নিয়ে ৩ নভেম্বর দায়ের হওয়া এক মামলায় তাকে জেলে পাঠায়। বাচ্চাদের নিয়ে এখন কী করবো? উনার চাকরিও আর থকাবে না।’

বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও আইনজীবী একেএম সাইফুল ইসলাম মানববন্ধনে বলেন, ‘যাকে ইচ্ছা পুলিশ গ্রেপ্তার করছে। বিএনপির সমর্থন করলেই তাকে গ্রেপ্তার করতে হবে? সরকারের রক্ষী বাহিনীর অত্যাচারে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঘর ছাড়া। তাদের পরিবারের সদস্যদের মানবেতর জীবনযাপন কেউ দেখে না।’

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী আব্দুল বাছেদ বলেন, ‘গত ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের নামে ৩৭টি মামলা দায়ের হয়েছে। এইসব মামলায় এজাহারভুক্ত আসামি আড়াই হাজার। গ্রেপ্তার হয়েছেন ৫০০ এর বেশি নেতাকর্মী যাদের বেশিরভাগই এজাহারভুক্ত নন।’

শীর্ষ নেতাদের উপস্থিত না থাকার বিষয়ে এই নেতা বলেন, ‘সবার নামেই ১০ থেকে ১৫টি মামলা আছে। এখানে আসলে নির্ঘাত গ্রেপ্তার হবেন। সামনে কঠোর আন্দোলনের স্বার্থে তাদের গ্রেপ্তার এড়ানো জরুরি। দলীয় কৌশলের অংশ হিসেবেই কাউকে মানবন্ধনে আনা হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার

পারভেজ হত্যায় টিনা ৩ দিনের রিমান্ডে

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণির ছাত্র আটক 

রাজশাহীর সাবেক মেয়র লিটনের সাবেক পিএ টিটু গ্রেপ্তার

ভারতের ৭৭ ড্রোন গুঁড়িয়ে দিল পাকিস্তান

বিয়ের পিঁড়িতে বসা হলো না শহীদ সুজন মাহমুদের

বিলের মধ্যে পড়েছিল যুবদল কর্মীর মরদেহ

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপির নেতাদের সাক্ষাৎ 

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্রের ‘কার্টার সেন্টারের’ প্রতিনিধিদের সঙ্গে ফখরুলের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

১১

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

১২

সোনার নতুন দাম কার্যকর আজ

১৩

আবদুল হামিদের দেশ ছাড়া নিয়ে কী বলছে সরকার

১৪

ভারতের যে ১৫ শহরে হামলা চালিয়েছে পাকিস্তান

১৫

শামীমের কারণে ঘুমাতে পারছেন না অহনা 

১৬

‘নীলচক্রে’ গাইলেন জালালী শাফায়াত, নাচলেনও

১৭

ইসরায়েলের তৈরি ৩০ ড্রোন নাস্তানাবুদ করল পাকিস্তান

১৮

আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার করছে : আসিফ নজরুল

১৯

আ.লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে মুখ খুললো সরকার

২০
X