দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে অভিযোগ করে যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বাংলাদেশ সরকার জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষর করেছিল। আজ যারা ক্ষমতাসীন তাদের উচিত সেখান থেকে সরে আসা। কারণ তারা জাতিসংঘের সনদের স্বাক্ষর করে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি।
রোববার (১০ ডিসেম্বর) ‘বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, আজ কথা বলার স্বাধীনতা নেই। বিশ্ব মানবাধিকার দিবসে যে সকল নেতাকর্মী একটি গণতান্ত্রিক আন্দোলনে শামিল হয়ে রাজপথে এসেছেন, তারা ঘরে বাইরে সবখানে নির্যাতিত। তাদের স্বজনরা কারাবন্দি। নির্যাতিত নেতাকর্মীদের স্বজনরা তাদের কষ্টের কথাটি বলতে চান, সেটিও বাধাগ্রস্থ করা হচ্ছে।
তিনি বলেন, মানুষের স্বাধীনভাবে চলাফেরার অধিকার পর্যন্ত খর্ব করা হয়েছে। আমাদের নেতাকর্মীরা কেউ ঘরে থাকতে পারছেন না। কারাবন্দি অসুস্থ যুবদল নেতাকে নির্যাতন করা হয়েছে, তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করে ফেলে রাখা হয়েছে। কারাগারে বিনা চিকিৎসায় আমাদের নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সাবেক সহআইন বিষয়ক সম্পাদক অ্যাড.এম.এ গফুর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমানসহ প্রমুখ।
মানববন্ধনে সংহতি জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিট, সম্মিলিত পেশাজীবী পরিষদ, জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন