সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হলদে ফুলে ছেয়ে গেছে কৃষকের ফসলের মাঠ। পুরো উপজেলার মাঠজুড়ে যত দূর চোখ যায়, তত দূর দেখা যায় হলদে রঙের সরিষা ফুল। বিশাল এ মাঠ দূর থেকে দেখে মনে হয় বিশাল আকৃতির হলুদ চাদর বিছানো।
বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে বেশি ফলনের স্বপ্ন দেখছেন এ উপজেলার কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর প্রত্যেক চাষি বেশি টাকার স্বপ্ন দেখছে।
শীত মৌসুমেও মনে হচ্ছে প্রকৃতিতে বসন্তের ছোঁয়া। বিস্তীর্ণ মাঠের চারদিকে হলুদের সমাহার। সরিষার মাঠে এসেছে প্রজাপতি, মৌমাছি, পোকামাকড় থেকে শুরু করে অন্যান্য পাখিরাও।
উপজেলা বিভিন্ন অঞ্চলে সরিষার মাঠ ঘুরে দেখা যায়, নানা রঙের প্রজাপতিতে ভরে আছে সরিষার ক্ষেত। ভ্রমর মধু খুঁজে ফিরছে এই ফুলে, মৌয়ালরা মৌমাছি চাষ করে এই মধু সংগ্রহ করছেন সরিষার মাঠে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ২৩ হাজার ৬১১হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষকরা অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল বারি-১৪, বারি-১৭, বারি-১৮ বিনা-৯ ও টরি-৭ আবাদ করে থাকেন।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, উপজেলায় এ মৌসুমে এক ইঞ্চি জমিও যাতে সরিষা চাষাবাদের বাইরে না থাকে সেই লক্ষে কাজ করেছি। দেশের সবচেয়ে বেশি সরিষা ও মধু উৎপাদন হয় উল্লাপাড়া উপজেলায়। গত বছর এ উপজেলায় সরিষা ফুল থেকে পোশা মৌমাছি দিয়ে ১৬৮ টন মধু আহরণ হয়েছিল। সরিষা উৎপাদন বৃদ্ধিসহ মৌ খামারীদের এই মৌসুমে সার্বিক সহযোগিতা করার জন্য আমি নিজে সকল উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে নিয়মিত মাঠে মনিটরিং করি।
মন্তব্য করুন