সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবার কোনো প্রকারের শর্ত ছাড়াই মসজিদটির এসি চালুর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ কমিটির সভাপতি অনামিকা নজরুল। এর আগে এসির বিদ্যুৎ বিল বেশি আসায় মসজিদের সবগুলো এসি বন্ধ করে দেন ইউএনও। পরে মুসুল্লিরা এ ঘটনায় মসজিদ চত্বরে কয়েক মিনিট শান্তিপূর্ণ বিক্ষোভ করে প্রতিবাদ জানান। দৈনিক কালবেলাও এ নিয়ে খবর প্রকাশিত হয়।
বুধবার (০৭ মে) জোহরের নামাজের সময় মসজিদের ৬টি এসি চালুর নির্দেশ দিয়েছেন ইউএনও অনামিকা নজরুল।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা দারিদ্র্যবিমোচন কর্মকর্তা আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইউএনও মসজিদের মোয়াজ্জেমকে এসি চালু করার অনুমতি দিয়েছেন। পরে আমিও তাকে বলে দিয়েছি, যেন এসিগুলো চালু রাখা হয়।
স্থানীয় মসজিদের মুসল্লি সোহেল মাহমুদ খান বলেন, কোনো প্রকারের শর্ত ছাড়াই জোহরের নামাজের সময় থেকে আমরা পুনরায় মসজিদে এসি চালু পেয়েছি।
এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের মোবাইল ফোনে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি।
এ নিয়ে দৈনিক কালবেলা অনলাইনে ‘মসজিদের এসি বন্ধ করে দিলেন ইউএনও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
মন্তব্য করুন