পাবনায় পৃথক পৃথক স্থানে অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সরকার পতনের একদফা দাবিতে পাবনা-ঈশ্বরদী সড়কে, সিংঙা বাইপাস ও ঢাকা-পাবনা মহাসড়কে এ বিক্ষোভ করা হয়।
পরে শহরের আলিয়া মাদ্রাসা রোডে পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জআমান প্রিন্সের নেতৃত্বে একটি মিছিল পুলিশের বাধার মুখে পড়ে। মিছিল থেকে ছাত্রদলের এক নেতাকে আটক করে পুলিশ।
অপরদিকে পাবনা জেলা বিএনপির সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সিংঙা মেরিল বাইপাস থেকে বের হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভ মিছিলে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় অবরোধ সমর্থনকারীরা বলেন, ‘দলীয় কর্মসূচি সফল করতে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এটা শুধু বিএনপির নয়, যারা দেশের গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি।’
মন্তব্য করুন