তাপমাত্রা কমছে চলছে মেহেরপুর ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশার পাশাপাশি বইছে হিমেল বাতাস। দিনের সূর্যের দেখা মিলছে অনেক দেরিতে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, ‘সকাল ৯টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আর ভোর ৬টায় ছিল ১২দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নিচে নামবে।’
এদিকে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়াতে প্রতিদিনই গরম কাপড়ের দোকানগুলোতে মানুষের ভিড় বাড়ছে। শহরের পুরাতন কাপড়ের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষদের ভিড় করতে দেখা গেছে। রাতে দিনমজুর ও ছিন্নমূল লোকজন খরকুটো ও পুরাতন টায়ার জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন।
এদিকে অন্যান্য বছরের এ সময়টাতে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন এনজিও-স্বেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র ও কম্বল বিতরণ করলেও এবার এ ধরনের কোনো কার্যক্রম এখনো চোখে পড়েনি।
মন্তব্য করুন