মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

১৫ বছরেও কাজে আসেনি কৃষকের, নৌ চলাচলও বন্ধ

সঠিক নির্মাণ ও ব্যবস্থাপনার অভাবে স্লুইসগেটটির একপাশে কচুরিপানা আর ময়লা-আবর্জনার স্তূপ জমে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। ছবি : কালবেলা
সঠিক নির্মাণ ও ব্যবস্থাপনার অভাবে স্লুইসগেটটির একপাশে কচুরিপানা আর ময়লা-আবর্জনার স্তূপ জমে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। ছবি : কালবেলা

নির্মাণের ১৫ বছর পরেও অকেজো হয়ে পড়ে আছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ডাকাতিয়া ও নদনা মধ্যবর্তী হাওরা গ্রামের স্লুইসগেটটি। এলাকাবাসীর ধারণা ছিল স্লুইসগেটটি সঠিকভাবে নির্মাণ হলে এলাকার আনুমানিক দশ হাজার একর জমিতে বোরো ধানের চাষাবাদ করা সম্ভব হতো। কিন্তু তার বিপরীতে উল্টোটা হয়েছে। স্লুইসগেটে পানি না থেকে, পানির সাথে ভেসে আসা কচুরিপানা আর ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে যা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে এলাকার কৃষক।

স্থানীয় সূত্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ কুমিল্লা এবং উত্তর নোয়াখালীর পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় ২০০৬-০৭ অর্থবছরে ডাকাতিয়া নদীর নদনা খালের মুখে মনোহরগঞ্জের হাওরা গ্রামে ডাকাতিয়া ও নদনা মধ্যবর্তী স্থানে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে করে এ স্লুইসগেটটি নির্মাণ করা হয়। নির্মাণের পর এটির আর কোনো মেরামত বা সংস্কার করা হয়নি। দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়ে আছে ডাকাতিয়া-নদনা খালের মধ্যবর্তী স্লুইসগেটটি। যা কৃষকদের কোনো উপকারে আসছে না। এ স্লুইসগেটটির কারণে নদীতে কোনো দেশীয় জাতের মাছ পাওয়া যায় না। এ নদীগুলোতে দেশীয় মাছ প্রায় বিলুপ্তির পথে। এলাকার কৃষকেরা এ স্লুইসগেটটি পুনরায় মেরামত করে চালু করার দাবি জানান।

স্থানীয় বাসিন্দা মো. শহিদ উল্লাহ জানান, ইরি মৌসমে এ স্লুইসগেটির কারণে নদনা খালটি মরা খালে পরিণত হয়। কৃষকের উপকারার্থে এলজিআরডি মন্ত্রী ২২ কিলোমিটার খালটি পুনর্খনন করেন। কিন্তু স্লুইসগেটটির কারণে এর কোনো সুফল পাচ্ছে না কৃষকরা। তাই ছয়টি ইউনিয়নের কৃষকদের প্রাণের দাবি স্লুইসগেটটির অপসারণ করে খালটি পুনরুজ্জীবিত করার জন্য প্রশাসনের দৃষ্টিগোচর কামনা করছি।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, স্লুইসগেটটির বিষয়ে খবর নিচ্ছি, বরাদ্দ পেলে অতিশীঘ্রই মেরামতের উদ্যোগ নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা জানান, স্লুইসগেটের বিষয়টি আমি জেনেছি। উপজেলা ও জেলা সমন্বয় মিটিংয়ে উপস্থাপনা করেছি। এ কাজটি পানি উন্নয়ন বোর্ড করছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

আপনার মোবাইল দিয়েই করুন টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন

১৯ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় ২০ হাজার মানুষ

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোটি

লবণের মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ

গাজাগামী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

সাবের হোসেনের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করেন ৩ রাষ্ট্রদূত

নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

১০

আবরার হত্যার বিচার করলেই আ.লীগ নিষিদ্ধ হওয়া উচিত : চরমোনাই পীর

১১

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

১২

ভৈরবে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও পাদুকা খাতে উদ্ভাবন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন

১৩

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কোন কমিটির নেতৃত্বে কে?

১৪

চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

১৫

মানসিক ভারসাম্যহীন মা, ফুটফুটে কন্যা সন্তান পেল নতুন ঠিকানা

১৬

ট্রাম্পের ‘ডাক্তার দেখানো উচিত’ মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

১৭

১৭ মাসে কোরআনে হাফেজ, উপহার পেল রাদিফ

১৮

তিন মাসে ৫০ দিন অনুপস্থিত মেডিকেল অফিসার

১৯

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ

২০
X