ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত ও এক আরোহী আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার চুমুরদী নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার হরিনাহাটি গ্রামের আজগর আলী মিয়ার ছেলে নাঈম মিয়া ( ২৩)। আহত আরোহী একই গ্রামের সৈকত মিয়া (২৫)।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম জানান, মোটরসাইকেল চালক ভাঙ্গা থেকে বরইতলা হয়ে মুকসুদপুর যাচ্ছিল। ঘটনাস্থলে অজ্ঞাত একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নাঈম নিহত হন। আরোহী সৈকত আহত হন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন