আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাশেই জলাশয়, নেই নিরাপত্তা বেষ্টনীও

ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই উন্মুক্ত জলাশয়। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই উন্মুক্ত জলাশয়। ছবি : কালবেলা

পানিতে ডুবে শিশু মৃত্যু বর্তমানে এক নীরব মহামারি আকার ধারণ করেছে। দুর্ঘটনাজনিত শিশু মৃত্যুর শীর্ষ ১০টি কারণসমূহের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো পানিতে ডুবে মৃত্যু। এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয়ের পাশেই জলাশয়, অথচ এসব ঝুঁকিপূর্ণ স্থানে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী বা সীমানা প্রাচীর। এতে এসব বিদ্যালয়ে পাঠ নিতে আসা শিশু শিক্ষার্থীরা রয়েছে ঝুঁকিতে। এ নিয়ে শিশুদের অভিভাবকরা রয়েছেন শঙ্কায়। শিশু শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের দাবি নিরাপত্তা বেষ্টনী বা সীমানা প্রাচীর স্থাপন করে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হোক।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরে অবস্থিত ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষেই ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর। উপজেলা সদরের ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পাশেই রয়েছে বড় পুকুর। উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে খাল। উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একপাশে পুকুর, অন্যপাশে খাল। শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এসব বিদ্যালয়ে সীমানা প্রাচীর নেই, নেই কোনো নিরাপত্তা বেষ্টনীও। ফলে এসব বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা রয়েছে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকিতে।

দেখা গেছে, এসব বিদ্যালয়ে পাঠদান শুরুর আগে ও টিফিনের সময় শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনায় খেলাধুলা করে। এতে খেলারছলে শিশু শিক্ষার্থীরা পড়তে পারে পানিতে ডুবে মৃত্যুর মতো দুর্ঘটনার কবলে।

এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়দের দাবি, এসব ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোতে সীমানা প্রাচীর অথবা নিরাপত্তা বেষ্টনী স্থাপন করে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টিপাত কামনা করছেন তারা।

উপজেলা সদর এলাকার বাসিন্দা কাজল সরকার শিশু শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বলেন, শিশুরা পানি পড়ার বা সড়কের পাশের বিদ্যালয় যেখানে শিশুরা গাড়ির নিচে পড়ার শঙ্কা রয়েছে এসব প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর বা নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ ইবনে হুসাইন কালবেলাকে বলেন, উপজেলার কিছু প্রাথমিক বিদ্যালয়ের পাশে জলাশয় আছে। এসব বিদ্যালয়সহ আরও কিছু বিদ্যালয়ের সীমানা প্রাচীর চেয়ে আবেদন করা হয়েছে। উপজেলার গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর হওয়ার কথা থাকলেও স্থানীয় সমস্যার কারণে সীমানা প্রাচীর নির্মাণ আপাতত বন্ধ রয়েছে। আশা করছি এই বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়গুলোর সীমানা প্রাচীর শিগগিরই স্থাপন করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম কালবেলাকে বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসব বিদ্যালয়ের তালিকা করে উপজেলা পরিষদ বরাবর পাঠালে তা সরেজমিনে তদন্ত শেষে সীমানা প্রাচীর বা নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়। এ বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করলে বোঝা যাবে যে এসব বিদ্যালয়ের তালিকা করা হয়েছে কি না। তারপরও বিষয়টি আমি খতিয়ে দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X