পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তোড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়ার সার্বিক দিকনির্দেশনায় ওই মাদকবিরোধী অভিযান দুটি পরিচালনা করা হয়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এসআই দীনবন্ধু রায়ের নেতৃত্বে ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে তোড়িয়া ইউনিয়নের ধল্লিপাড়া গ্রামের কবরস্থান এলাকা হতে ৩৭ বোতল ফেনসিডিলসহ মো. সুজন আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক সুজন আলী ওই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
অপরদিকে গোপন তথ্যের ভিত্তিতে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তোড়িয়া শিমুলতলা গ্রামের পাকা রাস্তার উপরে বিক্রয়ের সময় ১০০ গ্রাম গাঁজাসহ মো. মিজান (৩৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মিজান ওই এলাকার মো. মোকছেদ আলীর ছেলে।
আটোয়ারী থানার ওসি মো. মুসা মিয়া বলেন, ধৃতদের বিরুদ্ধে আটোয়ারী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে। আটোয়ারী উপজেলায় মাদক ব্যবসা ও মাদক সেবন নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন