সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে উচ্চ আদালতে রিট করে নির্বাচনী মাঠে ফিরেছেন কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইট। নৌকাকে চ্যালেঞ্জ জানাতে তিনি বেছে নিয়েছেন ঈগল প্রতীক।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইটকে ঈগল প্রতীক বরাদ্দ দেন। সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হালিমুল হক মিরুও ঈগল প্রতীক নিয়ে নৌকার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন।
সাখাওয়াত হোসেন সুইট বলেন, ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার গণমানুষের জন্য কাজ করেছি। কেন্দ্রীয় কৃষকলীগের নেতা হিসেবে সারাদেশের কৃষকদের উন্নয়নে ভূমিকা রেখেছি। এলাকার কৃষকদের উন্নয়নেও আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেয়নি। তবে নেত্রী আমাদের স্বতন্ত্র ইলেকশন করার সুযোগ করে দিয়েছেন। সে কারণেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে রিটার্নিং কার্যালয়ে প্রথমে আমার মনোনয়ন বাতিল করা হলেও উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছি। এতে আমার প্রাথমিক বিজয় হয়েছে। আশা করছি আগামী ৭ জানুয়ারি তাড়াশ-রায়গঞ্জের জনগণ ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।
মন্তব্য করুন