মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর মিছিলে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে স্বতন্ত্র প্রার্থীর চারজন ও আওয়ামী লীগের একজনসহ ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। এ সময় কিছু লোকজন তাদের বাধা দেয়। পরে মিছিলে অতর্কিত ককটেল হামলা হয়।
এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ককটেল হামলায় উভয়পক্ষের লোকজন ভ্যানচালক, পথচারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
মন্তব্য করুন