নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোরের মনিরামপুরে আকবর আলী নামে এক ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচনী কার্যালয়ে নৌকা প্রতীকের উপর আলোকসজ্জা করার অপরাধে ওই ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার ডুমুরখালী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ আদেশ দেন।
আকবর আলী হরিহরনগর ইউনিয়নের ৯ নম্বর (ডুমুরখালী) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান কালবেলাকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুমুরখালী বাজারে নৌকা প্রতীকের উপর বিদ্যুতের আলোকসজ্জা করায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১০(গ) অনুযায়ী আকবর আলীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন