শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ এএম
অনলাইন সংস্করণ

হাকালুকি হাওরে মাছ লুটের মহোৎসব

হাওরের অভয়াশ্রম বিলগুলোতে মাছ লুটের মহোৎসব চলছে। ছবি : কালবেলা
হাওরের অভয়াশ্রম বিলগুলোতে মাছ লুটের মহোৎসব চলছে। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখায় দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকির ৮টি অভয়াশ্রমে চলছে মাছ লুটের মহোৎসব। প্রতিটি বিল থেকে গড়ে বছরে অন্তত এক কোটি টাকার মাছ লুট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে লুটপাটের কারণে অভয়াশ্রমের কমিটি বাতিলসহ নতুন কমিটি ঘোষনার প্রক্রিয়া চলছে। মাছ লুটের পরও অজ্ঞাত কারণে মৎসখেকোদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে ।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, হাওরের বড়লেখা উপজেলার নিমু বিল, কুলাউড়া উপজেলার কাংলী গোবরকুড়ি চিকনমাটি গ্রুট ফিসারী, জুড়ী উপজেলার আগদার বিল,মাইছলার ডাক , কৈয়ারকোনা বিল, মাইয়াজুড়ী বিল, তোকোনি বিল কৈরের মুড়া ও কেশবডহর গ্রুপ নামের ৮টি বিল বিভিন্ন সংগঠনকে দেখভালের দ্বায়িত্ব দেয় সংশ্লিষ্ট দপ্তর।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রক্ষকরাই ভক্ষকের ভূমিকায় আবির্ভূত হয়েছে। তাদের মৎস্য লুটের কারণে পুরো হাকালুকিজুড়ে মাছের অভাব দেখা দিয়েছে। সেচ করে সব মাছ বিক্রি করে পকেট ভারি করছে তারা। এছাড়াও এরা বিষটোপে অতিথি পাখিও নিধন করছে। তাদের দায়িত্ব বিলে বাঁধ সংস্কার, মাছের খাদ্য নিশ্চিতসহ মাছেদের অভয় নিশ্চিত করা। কিন্তু সেটা তারা করেনি। বিল দেখভাল করতে একজন পাহারাদার রাখা হয়েছে। সে বাড়িতে ঘুমিয়ে বিল পাহারা দেয়। সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে যাওয়ায় খোদ সংশ্লিষ্ট কর্মকর্তারাও দুশ্চিন্তায় পড়েছেন। এক একটি বিল থেকে প্রতি বছরে অন্তত ১ কোটি টাকার মাছ লুট হয়। এই হিসাবে ৮টি বিলে এক বছরে লুট হয়েছে ৮ কোটি টাকার মৎস্য সম্পদ।

জুড়ী ভ্যালি মৎস্য ফিসারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক জমির আলী বলেন, সরকার অভয়াশ্রম করে যেসব সংগঠনকে বিল তদারকির দায়িত্ব দিয়েছে, তারা মাছ লুটেপুটে খাচ্ছে।

বড়লেখা উপজেলার সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ জানান, অভয়াশ্রমের মৎস্য দিনের পর দিন লুটেপুটে খাওয়া হচ্ছে। বিশেষ করে মাইছলার ডাক বিলে হরদম হরিলুট হচ্ছে। অভয়াশ্রম পরিচালনা করার জন্য কোনো টাকা আসে না। পাহারাদারের কোনো বেতন দেওয়া হয় না। এগুলো কাগজে-কলমে অভয়াশ্রম, বাস্তবে কোনো মিল নেই।

জুড়ী ও বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, অভয়াশ্রম পরিচালনাকারী সংগঠনের অনেকের বিরুদ্ধে অভিযোগ আসায় কমিটি ভেঙে নতুন করে কমিটি করা হচ্ছে। তেকোনি বিলে নতুন একটি কমিটি হয়েছে।

মৎস্য লুট বন্ধ না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযানে গেলে মৎস্যখেকোদের পাই না।

বড়লেখা ইউএনও নাজরাতুন নাইমা বলেন, অভয়াশ্রমগুলো এসিল্যান্ড মনিটরিং করছেন। কেউ যদি অভয়াশ্রম থেকে মাছ লুট করে তবে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ান ইস্যুতে জাপানের বক্তব্য, পাল্টা অবস্থান চীনের

পানি কি সত্যিই ত্বক উজ্জ্বল করে

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

ভূমিকম্প / বুয়েট বিশেষজ্ঞের সমন্বয়ে ঢাবিতে হল পরিদর্শন শুরু

কংক্রিট নির্ভর উন্নয়ন ঢাকাকে অনিরাপদ করেছে : পরিবেশ উপদেষ্টা

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

মহাসড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক 

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

১১

স্মার্টফোন যেভাবে ভূমিকম্প শনাক্ত করে

১২

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

১৩

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

১৪

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

১৫

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

১৬

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

১৭

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

১৮

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

১৯

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

২০
X