টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হাতিয়াতে রেল ক্রসিং পার হওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে কালিহাতি উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা রং মিস্ত্রির কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, বিকেলে কাজ করে মোটরসাইকেলযোগে ৩ জন হাতিয়া রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চিত্রা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় মোটর সাইকেলের চালক উপজেলার মগড়া ইউনিয়নের মোস্তফা আহত হন। তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল রেলস্টেশন পুলিশের উপ পরিদর্শক আকবর হোসেন জানান, নিহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
মন্তব্য করুন