মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ ভেসে উঠেছে মেঘনার বুকে। জেলের নাম নবী হোসেন। তিনি উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে রাত ১০টায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় আমান উল্লাহ (৪৮) নামে এক জেলেকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল নবী হোসেন। আজ সকাল ১২টায় চর বলাকী সংলগ্ন মেঘনা নদী থেকে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে।
নবীর হোসেন স্ত্রী এবং ১২ বছর ও ৪ মাস বয়সী দুটি পুত্র রেখে গেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, নিখোঁজ জেলের লাশ উদ্ধারে আমরাও চেষ্টা করছিলাম, তবে তা আজ মেঘনা নদীর তীরে ভেসে উঠেছে।
মন্তব্য করুন