লালমনিরহাট-২ (আদিতমারি-কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। নৌকা এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস। নৌকা মানে জনগণের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা, দেশের মর্যাদা বৃদ্ধি...। নৌকার বিজয় হলে দেশ ও জনগণের বিজয় হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চামটারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। এর আগে মদাতী ইউনিয়নে নৌকার নিবার্চনী ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
তিনি আরও বলেন, নৌকা এ দেশের জনগণের সাথে কখনো বেইমানি করেনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্বদেশভূমি দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা ও সমাজকল্যাণমন্ত্রীর এপিএস মিজানুর রহমান মিজানসহ হাজার হাজার ভোটার।
মন্তব্য করুন