চুয়াডাঙ্গা থেকে ডিসেম্বরেই যেন শীত বিদায় নেওয়া শুরু করেছে। সকালেই সূর্যের দেখা মেলা এবং কুয়াশা না থাকায় এমন অনুভূতি এখানকার বাসিন্দাদের। বেড়েছে তাপমাত্রা। যদিও আবহাওয়া অফিস বলছে, হিমেল হাওয়ার সঙ্গে তীব্র শীত অনুভূত হওয়ার দিন অপেক্ষা করছে।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে গতকালের মতো তীব্র কুয়াশা ছিল না। সূর্যও উঠে গেছে ভোরে। তবে শীতের অনুভূতি ছিল। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭%। সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৬%। তবে আগামী দিনে তাপমাত্রা কমতে পারে।
মন্তব্য করুন