নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নবীনগরে নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

নৌকার সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিয়ে এ কে এম মমিনুল হক সাঈদ এ ঘোষণা দেন। ছবি : কালবেলা
নৌকার সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিয়ে এ কে এম মমিনুল হক সাঈদ এ ঘোষণা দেন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহর মাজার মাঠ প্রাঙ্গণে নৌকার সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন। সেই সঙ্গে নৌকার প্রার্থীর পক্ষে এখন থেকে প্রচারে নিয়মিত অংশ নেবেন বলেও জানান ঈগল প্রতীকের প্রার্থী মমিনুল হক সাঈদ।

নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে সাঈদ বলেন, আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু ইতোমধ্যে আপনারা সবাই দেখছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ এর নির্বাচন বর্তমানে নৌকা, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, বিএমএন এবং সুপ্রিম পার্টির প্রার্থীদের পদচারণায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। তাই নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করাটাই দায়িত্ব। এই কারণে আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিতেই নির্বাচন থেকে সরে এসেছি। আপামর জনতার সাথে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, কোনো ভয়-ভীতি বা দলীয় চাপের মুখে আমি মনোনয়ন প্রত্যাহার করিনি। দলকে ভালোবাসি তাই এই সিদ্ধান্ত নিয়েছি। রাজনীতিতে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে আমার। এই কারণেই দলের সাথেই থাকতে চাই। মনোনয়নপত্র প্রত্যাহার করেছি মানেই দূরে চলে যাচ্ছি তা নয়, এলাকার মানুষের পাশে অবশ্যই থাকব।

আসন্ন নির্বাচনে ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ‘এখন আর মনোনয়নপত্র প্রত্যাহারের কোনো সুযোগ নেই, প্রত্যাহারের শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর, ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালট পেপারে তার নাম ও প্রতীক থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে : তারেক রহমান

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা

রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

যেসব খাবার আপনার দাঁতের ক্ষতি করছে নীরবে

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

১০

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

১১

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

১২

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৩

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

১৪

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

১৫

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

১৬

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

১৭

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৮

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

১৯

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

২০
X