কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী সরদার মো. মুসতানজীদ সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে তার কুষ্টিয়া কোর্টপাড়ার বাসভবনে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এসব তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সরদার মুসতানজীদ জানান, তার ছোট ভাই স্ট্রোকজনিত কারণে মারা যান। তারপর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা ভীষণভাবে ভেঙে পড়েন। যার কারণে পরিবারও চাইছে না তিনি নির্বাচনী মাঠে থাকেন। তাই এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সম্মতিতে সব প্রকার নির্বাচনী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে একজন চিকিৎসক হিসেবে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচন থেকে সরে দাঁড়ালেও অন্য কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছেন কিনা- এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেইনি। কাউকে সমর্থনও দিচ্ছি না।
মন্তব্য করুন