ঘনকুয়াশায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বাস ও বড় গাড়ি নিয়ে চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাট থেকে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ফেরি।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় হরিণা ফেরিঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৫টা হতে ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
অমর দাস আবির নামের এক বাইক আরোহী বলেন, আমি ফেরি পার হয়ে শরীয়তপুর যাব। কিন্তু ঘনকুয়াশায় ভোর থেকে এ পর্যন্ত একটি ফেরিও চলাচল করেনি। ফেরির মাস্টাররা বলেছেন, কমপক্ষে ৭টি বড় গাড়ি বা ট্রাক না পেলে তারা এখন ফেরি ছাড়বেন না। আর এতে করে বিপাকে পড়েছি আমরা মোটরসাইকেল আরোহীরা।
বিআইডব্লিউটিসি চাঁদপুর সূত্র জানায়, বর্তমানে হরিণা ফেরিঘাট হয়ে শরীয়তপুর ঘাটে যাতায়াতকারী ৫টি সচল কে টাইপ ফেরি হলো কুমারী, কামিনি, কেতুকী, কাকলী ও কস্তুরি। আগামীতে আরও দুটি ফেরি চাঁদপুর অঞ্চলের এই হরিণা ফেরিঘাটে যুক্ত হবে। তবে গাড়ি সংকটে এখানে চলাচলকারী রো রো ফেরিটি পাটুরিয়া অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের এ জি এম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী বলেন, ভোরে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা এখন এটা রুটিন ওয়ার্ক। তবে কুয়াশা কেটে গেলে গাড়ি পেলেই ফেরি ছেড়ে যাচ্ছে। একটি ফেরির চাহিদা কমপক্ষে ৭টি ট্রাক। যা না পাওয়া পর্যন্ত এ অঞ্চলের একটি ফেরিও চলাচল করে না।
মন্তব্য করুন