রংপুরে বাড়ি থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে রায়হান (১০) নামে এক শিশু। এ ঘটনায় শিশুটির পরিবারে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। এ ব্যাপারে তাজহাট মেট্রোপলিটন থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হলেও এখন পর্যন্ত পুলিশ নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি।
জানা যায়, ঠাকুরগাঁও জেলা সদরের বাসিন্দা খাইরুল ইসলাম বাপ্পি দেড় বছর ধরে পরিবার পরিজন নিয়ে রংপুর মহানগরীর এরশাদনগরে একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। তার শিশু সন্তান রায়হান (১০) স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করে। ২২ ডিসেম্বর বেলা ২টার দিকে শিশু রায়হান বাড়ির পাশের একটি পুকুরে গোসল করে বাসায় ফিরে ঠান্ডায় কাঁপতে থাকায় তার মা তাকে বকা দেয়। এতে অভিমান করে সে কাউকে কোনো কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওই দিন সন্ধ্যার পরও রায়হানের বাবা-মা রায়হানকে বাড়িতে দেখতে না পেলে তাদের সন্দেহ হয়। পরে তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করে শিশু রায়হানের খোঁজখবর না পাওয়ায় বুধবার (২৭ ডিসেম্বর) নিকটস্থ তাজহাট মেট্রোপলিটন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ শিশুটির পরিবারের লোকজন জানায়, অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়ার পর ৭ দিন অতিবাহিত হলেও শিশু রায়হান এখন পর্যন্ত ফিরে আসেনি। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তার প্রতিবন্ধী মা রিনা বেগম অসুস্থ হয়ে পড়েছেন।
তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ জানায়, শিশু রায়হান নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। যার নং ১২৫০, তারিখ ২৭/১২/২০২৩। শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন