শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শারীরিক প্রতিবন্ধী চৈতি রানী দেব হতে চায় দৌড়বিদ

চৈতি রানী দেব। ছবি : কালবেলা
চৈতি রানী দেব। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভূনবীর গ্রামের দরিদ্র কৃষক সত্যদেব এবং গৃহিণী শিলুদেব দম্পতির ছোট সন্তান চৈতি রানী দেব (১৩)। স্থানীয় দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সে।

চার মেয়ের সবাই স্বাভাবিক হলেও চৈতি সবার ছোট এবং শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই অন্য বোনেরা যখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে তখন চৈতি ছিল নানা প্রতিবন্ধকতার শিকার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি চৈতিকে। নিজের অদম্য ইচ্ছাশক্তির দ্বারা প্রচণ্ড পরিশ্রম করে স্কুলের শিক্ষক, কোচ এবং পরিবারের সহযোগিতায় চৈতি আজ ন্যাশনাল চ্যাম্পিয়ন।

মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি উচ্চতা নিয়ে অদম্য ইচ্ছে শক্তি দিয়ে একজন দৌড়বিদ হিসেবে নিজেকে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত করেছে। স্কুলের সহপাঠী, শিক্ষক এবং কোচ, এবং মা-বাবার চেষ্টায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এ চৈতী রানী দেব। গত ৩ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এবার অংশগ্রহণ করতে চলছে দুবাইতে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতায়।

সি বাংলাদেশ (স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডপেনডেন্স) শ্রীমঙ্গলের প্রশিক্ষক দেব প্রসাদ শীল বলেন, আমরা মূলত শারীরিক প্রতিবন্ধকতার শিকার নারীদের নিয়ে কাজ করি। চৈতি অনেক মেধাবী ছাত্রী, সে অনেক পরিশ্রম করে, আমরা তাকে সাপোর্ট দিচ্ছি, যাতে সে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে। দেশের সরকারের কাছেও আমরা চৈতির জন্য সহযোগিতা কামনা করি। ন্যাশনাল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সে এখন আন্তর্জাতিক পর্যায়ে দুবাইতে অনুষ্ঠিত দৌড়বিদ প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছে, আমরা তার মঙ্গল কামনা করি।

চৈতির শিক্ষক মো. খলিলুর রহমান চঞ্চল বলেন, চৈতির প্রশিক্ষণ আমার অধীনেই চলে, সে বিভাগীয় পর্যায়ে ঢাকাতে গিয়ে খেলে বাংলাদেশের শ্রেষ্ঠ হয়। সামনে তার দুবাই খেলা রয়েছে, আশা করছি চৈতি দুবাইতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, আর সরকারের কাছে আশাবাদী এ ধরনের যারা মেয়ে আছে তাদের যেন সহযোগিতা করা হয়। তাহলে তারা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে।

চৈতির বাবা সত্য দেব বলেন, আমার বাড়ি ভূনবীর, আমার চৈতি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, কিন্তু সে অনেক মেধাবী। নিজেকে নিয়ে অনেক পরিশ্রম করে, কিন্তু তার সকল চাহিদা আমি পূরণ আমি করতে পারি না। আমার মেয়েটার জন্য যদি দেশের সরকার এবং সমাজের বৃত্তবানরা একটু সহযোগিতা করে তাহলে আমার মেয়েটা একদিন দেশের জন্য সুনাম বয়ে আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে অধ্যক্ষ ইলিয়াস নূরী

অভিমানের পর আবার নোয়াখালী দলে ফিরলেন সুজন

সিলেটে দেশের ২৪তম স্থলবন্দরের যাত্রা শুরু 

নিখোঁজ সেই ‘কোপা শামছুর’ লাশ উদ্ধার 

ইউক্রেনের আরও বিশাল এলাকা দখলে নিল রাশিয়া

মাত্র ৩০ আসনে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী

‘কারিনা কাপুর আমার স্ত্রী ছিলেন’, দাবি ‘মুফতি’ কাভির

মারা গেলেন ফিলিস্তিনি নির্মাতা মোহাম্মদ বাকরি

মালিকানা বদলের পর ১ কোটি ১০ লাখ টাকা কী পাবেন নাঈম?

আতাউর রহমান বিক্রমপুরীকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য মিথ্যা : কারা কর্তৃপক্ষ

১০

পুরুষদের হরমোন ভারসাম্যহীনতার প্রাথমিক ৫ লক্ষণ

১১

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

১২

বন্দিদের মুক্তির নামে প্রতারণা, জনগণকে সতর্ক থাকার আহ্বান

১৩

নবী (সা.)-এর ন্যায়পরায়ণতায় দেশ পরিচালনা করব : তারেক রহমান

১৪

তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো : আখতার

১৫

এলডিপির দায়িত্বে চাঁদপুরের বিল্লাল হোসেন

১৬

১২ কেন্দ্রে হবে জবির বিজ্ঞান অনুষদের পরীক্ষা, আসনপ্রতি লড়বে ৮৫ জন

১৭

অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান

১৮

তারেক রহমানকে নিয়ে বান্নাহর আবেগঘন পোস্ট

১৯

ক্রেতা ও ডেভেলপারদের মিলনমেলায় পরিণত রিহ্যাব ফেয়ার

২০
X