লালমনিরহাট -২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলায় চাপারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ৭ জানুয়ারি সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন। আওয়ামী লীগ বিজয়ী হলে আগামী দিনেও উন্নয়ন হবে। আর স্বাধীনতার পরাজিত শক্তিরা ক্ষমতা দখল করলে দেশ আবার পিছিয়ে যাবে। অসমাপ্ত কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে আপনারা আমাদের আরেকবার সুযোগ দিন। আগামীতে আদিতমারী কালীগঞ্জ হবে বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা। আগামীতে এখানে শিল্প কারখানা হবে। এতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব আরও কমবে।
নুরুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গ্রাম এখন শহর। ঘরেঘরে বিদ্যুতের সুবিধা পৌঁছে গেছে। সারাদেশে অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমরা উন্নত দেশের তালিকায় স্থান পাব।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপ্লব, যুগ্নু সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল, যুবলীগের সভাপতি রেফাস রাঙ্গা, যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা।
মন্তব্য করুন