সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে হুসাম-শমসেরকে জেতাতে মাঠে আওয়ামী লীগ

শমসের মবিন চৌধুরী ও হুসাম উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত
শমসের মবিন চৌধুরী ও হুসাম উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

সিলেটের দুটি আসনে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব। নিজস্ব প্রতীকের বাইরে প্রচারে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। তবে, এটি দলের হাইকমান্ডের সিদ্ধান্ত কীনা- এ ব্যাপারে মুখ খুলছেন না কেউই।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জকিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হুসাম উদ্দীন চৌধুরীর পক্ষে মিছিল সমাবেশ করে ভোট প্রার্থনা করেছে জকিগঞ্জ পৌর ছাত্রলীগের নেতারা। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ। রোববার (৩১ ডিসেম্বর) গোলাপগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী শমসের মুবিন চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণ করেছেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতারা।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তার বিপক্ষে লড়ছেন দলের আরেক নেতা ড. আহমদ আল কবীর। তবে, ভোটের মাঠে মূল আকর্ষণ হয়ে উঠেছেন ফুলতলীর পীরের ছেলে হুসাম উদ্দিন চৌধুরী। তার পক্ষে প্রথম থেকে মাঠে ছিলেন আওয়ামী লীগের নেতারা। এবার প্রকাশ্যে মাসুক উদ্দিনকে রেখে ফুলতলীর পীরের ছেলে স্বতন্ত্র প্রার্থী হুসাম উদ্দীনের হয়ে মাঠে নামছে আওয়ামী লীগ।

এ ব্যাপারে সিলেট-৫ আসনের প্রার্থী মাসুক উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ তার সঙ্গে আছে। সাধারণ নেতাকর্মীদের তিনি বিভ্রান্ত না হতে আহ্বান জানান।

এদিকে, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে শুরু থেকেই আলোচনায় ছিলেন ‘সোনালি আশ’ প্রতীকের প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী বীরবিক্রম।

এ আসনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন। নির্বাচনের প্রচারের শুরুর পর থেকে দেখা যায়, খুব একটা সুবিধা করতে পারছেন না নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী কাজ করছিলেন সরোয়ার হোসেনের পক্ষে। গত বুধবার ও বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ ভিন্ন চিত্র দেখা যায় এই আসনের আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগ অবস্থান নেন শমসের মবিনের পক্ষে। বৃহস্পতি ও শুক্রবার রাতে উপজেলা সদরের রয়েল কমিউনিটি সেন্টারে তিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সভা করেন। সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধূরী এলিম, উপজেলা আ.লীগ সহসভাপতি রোকন উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক বলেন, আমরা সিনিয়রদের নির্দেশনা মোতাবেক কাজ করছি। শমসের মবিন আমাদের এলাকার কৃতি সন্তান। তার সম্মান রক্ষা করতে কাজ করছি। তিনি শেখ হাসিনার নেতৃত্বও মানেন।

গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ কালবেলাকে বলেন, আমাদের দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে যে কাউকে ভোট দিতে উন্মুক্ত করেছে। সেই হিসেবে আমরা উপযুক্ত প্রার্থী হিসেবে পিছিয়ে পড়া গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে এগিয়ে নিতে আমাদের এলাকার সন্তান, একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী বীরবিক্রমকে সমর্থন প্রদান করেছি।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধূরী এলিম বলেন, এবারের নির্বাচন ভিন্ন। অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করা অন্যায়ের কিছু নয়। বিগত দিনে এ অঞ্চলে তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা উন্নয়নের স্বার্থে শমসের মবিনের পক্ষে কাজ করছি।

এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী কালবেলাকে বলেন, এবার সিলেট-৬ আসনে যোগ্য প্রার্থীকে মানুষ নির্বাচিত করবে। আওয়ামী লীগের নেতারা একটি সাহসী উদ্যোগ নিয়েছেন। এটি বাংলাদেশের রাজনীতির জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার কথা অনুযায়ী স্বচ্ছ নির্বাচন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

জুলাই সনদের মতামত জমাদানের সময় বাড়ল

অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক পলাতক এমপি

১০

কালিগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১১

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট

১২

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

১৩

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

১৪

বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মেহেরপুরে পৌরসভা ঘেরাও

১৫

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

১৬

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

১৮

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

১৯

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা হচ্ছে

২০
X