রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সিলেটে ছাত্রদলের পাঁচ নেতাদের আটক করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর জেল রোড এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের আটক করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।
আটককৃতরা হলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন, ছাত্রদলকর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা করার দায়ে ছাত্রদলের পাঁচ নেতাকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, গ্রেপ্তার করে ছাত্রদলের অগ্রযাত্রাকে থামানো যাবে না। গণতন্ত্র মুক্তির আন্দোলনে ছাত্রদল রাজপথে ছিল, রাজপথে থাকবে।
মন্তব্য করুন