বিএনপির একদফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচি পালনে কারাবন্দি ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারকে সহায়তা দিয়েছে ঝিনাইদহ জেলা বিএনপি। জেলবন্দি ও নির্যাতিত নেতাকর্মীদের প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলার কারাবন্দি নেতাকর্মীদের টাকা দেওয়ার পাশাপাশি জেলখানায় ৫০ পিস শীতবস্ত্র পাঠিয়েছেন তিনি। এ ছাড়াও সংশ্লিষ্ট নেতাকর্মীদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবরও নিচ্ছেন তিনি। সোমবার (১ জানুয়ারি)সহ গত কয়েকদিনে তিনি এসব নেতাকর্মীর পরিবারে সহায়তা পৌঁছে দিয়েছেন।
আব্দুল মজিদ বিশ্বাস জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশের পর থেকে সারা দেশের মতো ঝিনাইদহ জেলা বিএনপির নেতাকর্মীদের ওপরও চলছে বেধরক পুলিশি নির্যাতন ও নিপীড়ন। প্রতিনিয়ত গ্রেপ্তার করছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। জেলার সদর উপজেলাসহ বিভিন্ন থানা থেকে এ পর্যন্ত ২৭২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন জামিনে মুক্তি পেলেও এখনও ২২৫ জন নেতাকর্মী জেলাখানায় বন্দি আছেন।
তিনি বলেন, গত কয়েকদিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি, পদ্মাকর, কুমড়াবাড়িয়া, মধুহাটি, সুরাট, হলিধানী, হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর, কাপাসিটিয়া, গান্না, কলসি, হরিণাকুণ্ডু পৌরসভার প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িতে গিয়ে ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান এবং ব্যক্তিগত পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, মধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন আক্তার লাল, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, ঝিনাইদহ সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর ও পৌর বিএনপির সহসভাপতি সোলায়মান বিশ্বাস।
মন্তব্য করুন